সাভারে খালেদা জিয়ার জন্য দোয়া, বিএনপির ফ্যামিলি কার্ড প্রদর্শন

Sadek Ali
আশুলিয়া প্রতিনিধি
প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ন, ১৭ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৬:৩৪ অপরাহ্ন, ১৭ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় সাভারে আয়োজিত দোয়া মাহফিল থেকেই তুলে ধরা হলো বিএনপির ভবিষ্যৎ সামাজিক নিরাপত্তা পরিকল্পনার একটি অংশ।

 জনসমাগমপূর্ণ এই আয়োজনে বিএনপির ‘ফ্যামিলি কার্ড’-এর নমুনা প্রদর্শন করেন দলটির ঢাকা জেলা সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।

আরও পড়ুন: চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতির নবনির্বাচিত সদস্যদের শপথ পাঠ অনুষ্ঠিত

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে সাভারের ভাকুর্তা বটতলা বাজার এলাকায় সেবামূলক প্রতিষ্ঠান ‘জাহিদুল হক ও আনোয়ারা বেগম ফাউন্ডেশন’-এর উদ্যোগে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রায় তিন হাজার মানুষের উপস্থিতি ছিল। 

ধর্মীয় পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আরও পড়ুন: বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী

অনুষ্ঠানে আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ডাকসু ভিপি ও বিএনপির সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান।

ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি বলেন, দেশ ও জনগণের কল্যাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বপ্ন ও পরিকল্পনা বাস্তবায়নে দল কাজ করছে। তিনি জানান, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে পরিবারের নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে। এই কার্ডের মাধ্যমে ২০০০ থেকে ২৫০০ টাকা মূল্যের চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিনামূল্যে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে বক্তব্যে আমান উল্লাহ আমান জিয়া পরিবারের ত্যাগ ও গণতন্ত্র রক্ষায় তাদের ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, জনগণের পাশে থাকা বিএনপির রাজনীতির মূল লক্ষ্য।

শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।