ডাকসু নির্বাচনে ছাত্রদলকে সমর্থন জানিয়ে ওসির ফেসবুক পোস্ট, বিতর্কের ঝড়
ডাকসু নির্বাচনে ছাত্রদলের তিন প্রার্থীর পক্ষে শুভকামনা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ২টার দিকে তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে একটি ফটোকার্ড পোস্ট করা হয়। তাতে লেখা ছিল— ‘শুভ কামনা রইল ২১, ১৭, ০৮’। ক্যাপশনে তিনি উল্লেখ করেন, “মেধাবীদের জন্য শুভ কামনা রইল।”
আরও পড়ুন: রিপন মিয়াকে ঘিরে তুমুল বিতর্ক: ভাইরাল সংবাদের আড়ালে কোথায় সত্য?
ওসির এই পোস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।
ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত প্যানেল থেকে ২১ নম্বর ব্যালটে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবিদুল ইসলাম আবিদ, ১৭ নম্বর ব্যালটে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তানভীর বারী হামিম এবং ৮ নম্বর ব্যালটে এজিএস পদে লড়ছেন তানভির আল হাদী মায়েদ।
আরও পড়ুন: আদালতে হাজী সেলিমের ছবি ভাইরাল, নেটিজেনদের নানা মন্তব্য
একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার এমন পক্ষপাতমূলক পোস্টের প্রতিবাদ জানিয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দ। মুখলেসুর রহমান নামের এক ব্যক্তি মন্তব্য করেন— “আপনি জনগণের সেবক, নির্দিষ্ট কোনো দলের চাকর নন। রাজনীতি করতে চাইলে চাকরি ছেড়ে রাজনীতিতে আসুন।”
এনসিপির জেলা সদস্য আসাদুজ্জামান খোকন পোস্টটির স্ক্রিনশট শেয়ার করে লেখেন, “ডাকসুতেই এই অবস্থা! জাতীয় নির্বাচনে কি হবে?” একইভাবে এনসিপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ লিখেছেন, “একজন ওসি কীভাবে প্রকাশ্যে একটি দলের হয়ে প্রচারণা চালাতে পারেন?”
ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ মোবারক হোসাইন বলেন, “দায়িত্বশীল জায়গা থেকে একজন কর্মকর্তার এমন বক্তব্য অনভিপ্রেত। অতীতেও তিনি পক্ষপাতমূলক আচরণ করেছেন।”
তবে এ বিষয়ে ওসি মোহাম্মদ মোজাফ্ফর দাবি করেন, তার ফেসবুক আইডি হ্যাক হয়েছে এবং এ নিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।





