৫ ঘণ্টা পর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৪৭ পূর্বাহ্ন, ২৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ৭:৪৭ পূর্বাহ্ন, ২৬ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর কড়াইল বস্তিতে মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে লাগা আগুন ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের তৎপরতায় সাড়ে পাঁচ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বস্তির ঘিঞ্জি এলাকা এবং তীব্র পানি সংকটের কারণে আগুন নেভাতে কর্মীরা ব্যাপক চ্যালেঞ্জের মুখোমুখি হন। আগুন ভয়াবহ আকার ধারণ করায় বস্তির শতাধিক ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

আরও পড়ুন: ফরিদপুরে পিকআপে ট্রেনের ধাক্কায় নিহত ৩, আহত ১৫

এখনও কেউ হতাহত হয়েছে কি না এবং আগুনের সঠিক সূত্রপাত সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা দ্রুত তদন্ত শুরু করেছেন।

স্থানীয়রা জানান, আগুনে আতঙ্কিত হয়ে অনেকেই নিরাপদ স্থানে চলে গেছেন। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের ফলে আরও বড় ক্ষতির সম্ভাবনা রোধ করা গেছে।

আরও পড়ুন: পর পর দুইবার ভূমিকম্পের পর দেশে আফটারশকের আশঙ্কা