সিআইডির ট্রেনিং সেন্টার থেকে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ন, ১০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৩:০৯ অপরাহ্ন, ১০ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর পল্টনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পরিচালিত ডিটেকটিভ ট্রেনিং স্কুল (ডিটিএস) ডরমেটরি থেকে আফতাব উদ্দিন রিগান নামে পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল সিকিউরিটি বিভাগে কর্মরত ছিলেন।

আরও পড়ুন: মাধবপুরে গাড়ি দুর্ঘটনায় যুবক নিহত, একজন গুরুতর আহত

শনিবার সকালে খবর পেয়ে পল্টন থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম হাসান।

আরও পড়ুন: আগারগাঁওয়ে গ্যাস লিকেজে বিস্ফোরণ: একই পরিবারের ৬ জন দগ্ধ

তিনি জানান, সকালেই তারা খবর পান যে ডিটিএস ডরমেটরির একটি কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ। পরে দরজা ভেঙে ভিতরে ঢুকে আফতাব উদ্দিন রিগানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ‘৩৫তম আউটসাইড ক্যাডেট-এসআই’ হিসেবে ট্রেনিং শেষ করার পর ২০১৭ সালে পুলিশ বাহিনীতে যোগ দেন আফতাব উদ্দিন। তার বাড়ি মৌলভীবাজার জেলায়। সাম্প্রতিক সময়ে তিনি সিআইডির ডিটেকটিভ ট্রেনিং স্কুলে প্রশিক্ষণ গ্রহণের জন্য ডরমেটরিতে অবস্থান করছিলেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হচ্ছে।