প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কে আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ন, ২৬ জুন ২০২৪ | আপডেট: ১১:৩৬ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়াকে পুনরায় এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। আগামী ৫ জুলাই থেকে তার চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ শুরু হবে।

আরও পড়ুন: ওসি নিয়োগের জন্য ১৩৬ পুলিশ পরিদর্শক একদিনে বদলি

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়াকে তার পূর্বের শর্তে আগামী ৫ জুলাই অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

চুক্তিভিত্তিক এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: নির্বাচনে মিসইনফরমেশন মোকাবেলায় টিকটকের সাথে সিআইডির শেয়ারিং উদ্যোগ

চাকরির মেয়াদ শেষে গত বছরের ৪ জুলাই তোফাজ্জল হোসেন মিয়ার অবসরে যাওয়ার কথা ছিল। পরে সরকার তার চাকরির মেয়াদ একবছর বাড়ায়।

এর আগে ২০২২ সালের ৭ ডিসেম্বর তাকে মুখ্য সচিব নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

তোফাজ্জল হোসেন মিয়ার গ্রামের বাড়ি পিরোজপুর ভান্ডারিয়া এলাকায়। তিনি ১৯৮৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরে ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে আর্লি চাইল্ডহুড ডেভলপমেন্ট বিষয়ে এমএসসি ডিগ্রি অর্জন করেন। যুক্তরাষ্ট্রের হাভার্ড বিশ্ববিদ্যালয় থেকে নেতৃত্ব বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন তিনি।