সিভিল এভিয়েশনের নতুন চেয়ারম্যান সাদিকুর রহমান চৌধুরী

এয়ার কমডোর সাদিকুর রহমান চৌধুরীকে বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিমান সচিবের পক্ষে ইন কমান্ডার মোঃ মোস্তাফিজ হাসান স্বাক্ষরিত এক আদেশে এ নিয়োগ দেওয়া হয়। একই আদেশে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বর্তমান চেয়ারম্যান ইয়ার ভাইস মার্শাল মফিদুর রহমানকে সেনানিবাসের বিমান সদরের এয়ার কমান্ডিং অফিসার পদে প্রদান করা হয়েছে।
আরও পড়ুন: ৫৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আতিউরসহ ২৬ জনের বিরুদ্ধে চার্জশিট
সাদিকুর রহমান বর্তমান চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমানের স্থলাভিষিক্ত হবেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমানকে বদলি করে বিমান বাহিনীতে ফেরত নেওয়া হয়েছে। তার জায়গায় দায়িত্ব পেয়েছেন এয়ার কমডোর সাদিকুর রহমান চৌধুরী। বিমানবাহিনীর এই কর্মকর্তার চাকরি প্রেষণে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।