জুলাই-আগস্টে সংঘাতের আশঙ্কা

১১ দিনের বিশেষ সতর্কতা বিষয়ে জানেন না আইজিপি

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২৫ | আপডেট: ৮:৪২ পূর্বাহ্ন, ৩০ জুলাই ২০২৫
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম । ছবিঃ সংগৃহীত
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম । ছবিঃ সংগৃহীত

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানিয়েছেন, জুলাই ও আগস্ট মাস পুরোটা সময়ই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য সতর্কতার সময়; তবে ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত ১১ দিনের বিশেষ কোনো নির্দেশনার বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। মঙ্গলবার (২৯ জুলাই) তিনি গণমাধ্যমকে এসব কথা জানান।

এর আগে পুলিশের বিশেষ শাখা (এসবি) থেকে একটি চিঠি দেশের বিভিন্ন ইউনিটে পাঠানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, আওয়ামী লীগের কিছু উপদল গোপনে সহিংসতার পরিকল্পনা করছে এবং ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত অনলাইন ও অফলাইনে নৈরাজ্য সৃষ্টির আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন: পেকুয়ায় নৌবাহিনীর ৩ দিনব্যাপী বিনামূল্যে ডেন্টাল ও মেডিকেল ক্যাম্পেইন শুরু

এসবির রাজনৈতিক উইংয়ের ডিআইজি স্বাক্ষরিত এই চিঠি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), বিভাগীয় কমিশনার, সিটি এসবি, জেলা পুলিশ সুপারসহ বিভিন্ন ইউনিটে পাঠানো হয়। এতে রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের শঙ্কা উল্লেখ করে গোয়েন্দা নজরদারি, সন্দেহভাজন যানবাহনে তল্লাশি, বাস টার্মিনাল ও গুরুত্বপূর্ণ স্থানে টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়।

এছাড়া দেশের কিছু যুব ও ছাত্র সংগঠন অনলাইনে 'ভার্চুয়াল স্কোয়াড' গঠন করে সামাজিক মাধ্যমে উসকানিমূলক প্রচার চালাচ্ছে বলে দাবি করেছেন পুলিশ কর্মকর্তারা।

আরও পড়ুন: সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যকে ঢাকা সিএমএইচে স্থানান্তর

এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আওয়ামী লীগের দোসররা দেশে-বিদেশে বসে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। রাষ্ট্রবিরোধী এমন কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে।”