দুবাইয়ে ১২০০ কোটি টাকা পাচার

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে সিআইডির মামলা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ন, ০৪ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৭:৫৬ অপরাহ্ন, ০৪ সেপ্টেম্বর ২০২৫
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। ছবিঃ সংগৃহীত
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। ছবিঃ সংগৃহীত

দুবাইয়ে প্রায় ১২০০ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী (৫৬) ও তার স্ত্রী রুকমীলা জামান (৪৬) এর বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডি জানায়, পাচারকৃত অর্থ দিয়ে দুবাইয়ের বিভিন্ন স্থানে মোট ২২৬টি ফ্ল্যাট ক্রয় ছাড়াও ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন ও বিনিয়োগের প্রমাণ মিলেছে।

আরও পড়ুন: বিজিবির উদ্যোগে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ এর ৫৪তম শাহাদত বার্ষিকী পালন

অনুসন্ধানে জানা যায়, ২০১৬ সাল থেকে ২০২৩ সালের মধ্যে সাইফুজ্জামান চৌধুরী দুবাইয়ের Al Barsha South, Jaddaf, Burj Khalifa, Jabal Ali, World Island, Marsa Dubai, Nad Al Sheba First সহ বিভিন্ন এলাকায় ২২৬টি ফ্ল্যাট ক্রয় করেছেন। এসব সম্পত্তির মূল্য প্রায় ৩৩ কোটি ৫৬ লাখ দিরহাম।

এ ছাড়া, তার স্ত্রী রুকমীলা জামানের নামে দুবাইয়ের Q Gardens Boutique Residences প্রকল্পে দুটি সম্পত্তি কেনা হয়েছে, যার মূল্য প্রায় ২২ লাখ ৫০ হাজার দিরহাম।

আরও পড়ুন: রাজধানীতে নাশকতার পরিকল্পনায় সাবেক এমপি সাদ্দাম হোসেন পাভেলসহ ৯ জন গ্রেপ্তার

সাবেক মন্ত্রীর নামে ও তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে দুবাই ইসলামী ব্যাংক, জনতা ব্যাংক ও ফার্স্ট আবুধাবি ব্যাংকে চারটি ব্যাংক অ্যাকাউন্ট পাওয়া গেছে। এসব অ্যাকাউন্টে দিরহাম ও মার্কিন ডলারে লেনদেন হয়েছে, যার পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩১১ কোটি টাকা।

সিআইডির তথ্যমতে, তিনি ও তার সহযোগীরা সংযুক্ত আরব আমিরাতের Ras AL Khaimah Economic Zone থেকে অনুমতি নিয়ে দুটি প্রতিষ্ঠান—“Zeba Trading FZE” (বিল্ডিং ও কনস্ট্রাকশন সামগ্রী ব্যবসা) এবং “Rapid Raptor FZE” (কম্পিউটার সফটওয়্যার ব্যবসা)— স্থাপন, বিনিয়োগ ও পরিচালনা করেছেন।

বাংলাদেশ ব্যাংকের রেকর্ড অনুযায়ী, বিদেশে বিনিয়োগ, কোম্পানি নিবন্ধন ও সম্পত্তি ক্রয়ের জন্য সরকারের অনুমতি না নিয়েই এসব কার্যক্রম চালান সাইফুজ্জামান চৌধুরী। এভাবে প্রায় ১২০০ কোটি টাকা দুবাইয়ে পাচার করেছেন তিনি, যা মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ (সংশোধনী ২০১৫) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

এ ঘটনায় সিআইডি বাদী হয়ে চট্টগ্রামের কোতোয়ালী থানায় মামলা (নং-১০, তারিখ: ০৪ সেপ্টেম্বর ২০২৫) দায়ের করেছে। মামলায় সাইফুজ্জামান চৌধুরী, তার স্ত্রী রুকমীলা জামান এবং আরও ৫-৭ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

সিআইডি বলছে, অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে। অজ্ঞাত অন্যান্য জড়িত ব্যক্তিদের সনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।