কাশিয়ানীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Sanchoy Biswas
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৭:২০ অপরাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৬:৪৮ পূর্বাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালি করেছে উপজেলা বিএনপি। মিছিলে কাশিয়ানী উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় সহস্রাধিক নেতাকর্মী সমবেত হন। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচিতে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে উপজেলা। বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে কর্মসূচিগুলো উৎসবমুখর পরিবেশে পালিত হয়।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় কাশিয়ানী উপজেলা বিএনপির কার্যালয় থেকে র‌্যালিটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। র‌্যালি ও সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দলে ঐক্যের জানান দেন।

আরও পড়ুন: র‌্যাব-১৩’র অভিযানে কষ্টি পাথরের মূর্তিসহ ০৩ জন চোরাকারবারী আটক

সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি মোঃ মোস্তফা মোল্লার সভাপতিত্বে ও যুবদলের আহ্বায়ক মুন্সী এনামুল হক শিমুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিমুজ্জামান সেলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পি, উপজেলা বিএনপির সহ-সভাপতি আজিজুর হক নান্নু, মোঃ শফিকুল ইসলাম, নুরে আলম তোতা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হিরো মৃধা, ইনামুল হক, যুবদলের সদস্য সচিব আরিফুল ইসলাম পাভেল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফোরকান শরিফ টিটো, ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজা উদ্দিন অপু।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সানজিদা হান্নান রাহেলা, হাসানুজ্জামান মিল্টন, সাংগঠনিক সম্পাদক জায়েদুর রহমান জায়েদ, ইয়াকুব আলী মিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক শহীদুল আলম মুন্না, দপ্তর সম্পাদক নূরে বোরহান লিটন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল কাজী, কার্যকরী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা আবুল কালাম উজির সেলিম, অর্থ বিষয়ক সম্পাদক হুমায়ুন শরীফ, ছাত্র বিষয়ক সম্পাদক বিল্লাল খান, যুব বিষয়ক সম্পাদক মুরাদ মৃধা, কৃষি বিষয়ক সম্পাদক ইদ্রিস হোসেন মোল্লা, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ইবাদত হোসেন, মানবাধিকার সম্পাদক ফাইফুজ্জামান লিটু, তাঁত-মৎস্যজীবী সম্পাদক মোঃ সাখায়েত, সদস্য কমলেশ ঘোষ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন খান, ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম সোহেল, মহিলা নেত্রী শিলা বেগম, সাবেক যুবদল নেতা লিটন সিকদার।

আরও পড়ুন: খালিয়াজুরীতে শিশু নির্যাতন মামলায় আসামি গ্রেপ্তার

বক্তারা বলেন, দেশের গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে বিএনপি আজও রাজপথে সংগ্রাম করছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই জনসমাবেশই প্রমাণ করে কাশিয়ানী বিএনপির প্রতি মানুষের আস্থা অটুট রয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেড় যুগ ধরে চলা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদদের আত্মদান সার্থক হবে। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে অঙ্গীকার—দেশে যেন আর কখনো গুম, গুপ্তহত্যা, বিচারবহির্ভূত হত্যা, নারী-শিশু নির্যাতন, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি ও টাকা পাচারের মতো বিভীষিকাময় ঘটনা না ঘটে।