রূপগঞ্জে দুই পৃথক অপহরণ, প্রাইভেটকারসহ গ্রেফতার ৬

Sanchoy Biswas
শ্রী দিপু চন্দ্র গোপ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ন, ০৪ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১০:২৬ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক দিনে ঘটে গেল দুই পৃথক অপহরণের ঘটনা। ডিবি পুলিশ পরিচয়ে গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির উদ্দিনকে দিনের বেলায় অপহরণ করা হয়।

অন্যদিকে, মুক্তিপণের টাকা না পেয়ে চালককে মারধর করে একটি প্রাইভেটকার ছিনতাই করা হয়। দুই ঘটনায় পুলিশ মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে এবং অপহৃত চেয়ারম্যান ও ছিনতাই হওয়া প্রাইভেটকার উদ্ধার করেছে।

আরও পড়ুন: কুমিল্লা সীমান্তে ৫ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করেছে বিজিবি

গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির উদ্দিন অপহরণ থেকে ফিরে সাংবাদিকদের বলেন, "গতকাল পরিষদের কাজ শেষে আনুমানিক দুপুর ২টার দিকে আমি আজিজ মার্কেটের সামনে মার্কেন্টাইল ব্যাংকে যাওয়ার উদ্দেশে গাড়ি থামাই। হঠাৎ একটি সাদা মাইক্রোবাস এসে আমার ড্রাইভারসহ আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে। তারা নিজেদের প্রশাসনের লোক দাবি করে আমাকে গাড়িতে তুলে নেয়। এরপর আমাকে সারা ঢাকা শহর ঘুরানো হয় এবং মুক্তিপণ দাবি করে। বিভিন্নভাবে আমাকে টর্চারও করা হয়েছে।

আল্লাহর রহমতে, রূপগঞ্জ থানা পুলিশ, আমাদের ইউএনও স্যার, সার্কেল স্যারসহ উপজেলা প্রশাসনের সহযোগিতায় আজ আমি আপনাদের সামনে কথা বলতে পারছি। না হলে হয়তো আজকে আমার জানাজার খবর প্রচার হতো। তাদের সহযোগিতায় আমি আবার আমার পরিবারের কাছে ফিরতে পেরেছি। এ জন্য আমার পরিবারের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানাই। সেই সঙ্গে আপনাদেরও ধন্যবাদ জানাই।

আরও পড়ুন: কাপাসিয়ায় বিএনপি নেতা শাহ রিয়াজুল হান্নানের ব্যাপক গণসংযোগ

একটি বিষয় বিশেষভাবে বলতে চাই, ভুলতা-গাউছিয়া এলাকায় অনেক ব্যবসায়ীকে জিম্মি করে মুক্তিপণ দাবি করা হয়। তাই জনগণের সচেতনতার স্বার্থে সবাইকে বলব, কোনো প্রাইভেটকার বা মাইক্রোবাস যদি আপনাদের জিম্মি করতে চায়, অবশ্যই তাদের পরিচয় নিশ্চিত করবেন এবং আশপাশের লোকজন জড়ো করার চেষ্টা করবেন, যেন আমার মতো আর কেউ এভাবে শিকার না হয়।"

রূপগঞ্জ থানার ওসি তারিকুল ইসলাম জানান, "বুধবার দুপুরে চেয়ারম্যান নাসির উদ্দিন ব্যাংকের কাজ শেষে ফেরার পথে ডিবি পুলিশ পরিচয়ে অপহৃত হন। অস্ত্রের মুখে জিম্মি করে তাকে একটি মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। খবর পেয়ে পুলিশ আধুনিক প্রযুক্তির সহায়তায় রাত ৯টার দিকে রাজধানীর পোস্তগোলা ব্রিজ সংলগ্ন বাবুবাজার এলাকা থেকে তাকে উদ্ধার করে। এ সময় অপহরণকারী জহিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।"

অপরদিকে, গত ৩০ আগস্ট গাজীপুরের সফিপুর থেকে ভাড়া নেওয়া প্রাইভেটকার চালক আমিনুল ইসলামকে জিম্মি করে মুক্তিপণ দাবি করে একটি চক্র। টাকা না পেয়ে তাকে মারধর করে সড়কের পাশে ফেলে দিয়ে প্রাইভেটকারটি ছিনতাই করে নিয়ে যায় তারা।

ঘটনার পর চালক মামলা দায়ের করলে পুলিশ তদন্তে নামে। বুধবার রাতে দিনাজপুরের বিরামপুর থেকে ছিনতাই হওয়া প্রাইভেটকার উদ্ধার করা হয়। এ সময় আবু হোসেন, মোস্তফা কামাল, মাহবুব আলম বকুল ও সাখাওয়াত হোসেনকে গ্রেফতার করা হয়। একই রাতে রূপগঞ্জের মাছিমপুর এলাকা থেকে মাসুদ রানা ও কামরুলকেও গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।