তারেক রহমানের উপহারের ঘর পেলেন ভিক্ষুক শুক্কুরি বেগম

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া শতবর্ষী ভিক্ষুক শুক্কুরি বেগমকে একটি নতুন ঘর উপহার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৫ সেপ্টেম্বর) নেত্রকোণার দুর্গাপুর উপজেলার খুজিউড়া খালপাড় এলাকায় এই ঘরটি নির্মাণ করে তার হাতে চাবি তুলে দেন স্থানীয় বিএনপি নেতারা।
দীর্ঘদিন ধরে ত্রিপল দিয়ে তৈরি একটি জরাজীর্ণ ঝুপড়ি ঘরে একমাত্র নাতিকে নিয়ে অত্যন্ত মানবেতর জীবন যাপন করছিলেন শুক্কুরি বেগম। সম্প্রতি তার ভাঙা ঘরের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা বিএনপির নজরে আসে।
আরও পড়ুন: কুমিল্লা সীমান্তে ৫ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করেছে বিজিবি
বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক তত্ত্বাবধানে এই আধাপাকা ঘরটি তৈরি করা হয়। ঘরের চাবি হস্তান্তরের সময় নেত্রকোণা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান এবং দুর্গাপুর উপজেলা বিএনপির সভাপতি আলম ভূইয়াসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নতুন এই ঘর পেয়ে শুক্কুরি বেগম ও তার নাতি এখন থেকে একটি নিরাপদ ও স্থায়ী আবাসন পেলেন।