বিশ্বজুড়ে চ্যাটজিপিটি ডাউন, ব্যবহারকারীদের অসুবিধা
কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটির পরিষেবা বুধবার (৩ সেপ্টেম্বর) হঠাৎ করে বিশ্বজুড়ে ব্যাহত হয়েছে। ভারতসহ একাধিক দেশে ব্যবহারকারীরা কয়েক ঘণ্টা ধরে চ্যাটজিপিটি ব্যবহার করতে না পারার অভিযোগ করেছেন।
অনেক ব্যবহারকারী জানিয়েছেন, চ্যাটজিপিটির ওয়েবসাইট খোলার পরও কোনো উত্তর পাচ্ছেন না। কারও কারও ক্ষেত্রে সাইট একেবারেই খুলেনি। ডাউন ডিটেক্টর ওয়েবসাইটে শেষ এক ঘণ্টায় ৬০০-এর বেশি অভিযোগ নথিভুক্ত হয়েছে।
আরও পড়ুন: নির্বাচনে অপতথ্য রোধে ইসির সঙ্গে কাজ করবে টিকটক
এক ব্যবহারকারী এক্স (Twitter)-এ লিখেছেন, “প্রশ্নের জবাব দিচ্ছে না চ্যাটজিপিটি।” অপর একজন লিখেছেন, “আমার মন খুব খারাপ। আমার কাজের সঙ্গী ডাউন।” কেউ বলেছেন, “এ রকম অভিজ্ঞতা আগে কখনও হয়নি।”
ব্রিটেনের বিভিন্ন সংবাদমাধ্যমেও চ্যাটজিপিটির পরিষেবা বিঘ্নের বিষয়টি উল্লেখ করা হয়েছে। তবে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
আরও পড়ুন: আধুনিক দন্ত চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তার উদ্ভাবন ও প্রয়োগ বিষয়ক আন্তর্জাতিক কংগ্রেস অনুষ্ঠিত
বিশ্বের ঠিক কতটি দেশে চ্যাটজিপিটির পরিষেবায় সমস্যা দেখা দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিশ্লেষকরা মনে করছেন, সার্ভিস পুনরায় সচল হতে কিছুটা সময় লাগতে পারে।





