ইনচার্জ ছাড়া ঢাকার পুলিশের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি

Any Akter
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৫ | আপডেট: ৬:১৫ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দায়িত্ব পালনকালে ইনচার্জ ছাড়া অন্য কোনো পুলিশ সদস্যের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার (১০ নভেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়।

আরও পড়ুন: ডিএমপির ক্রাইম বিভাগে ৫ এডিসি নিয়োগ

অফিস আদেশে বলা হয়েছে, সম্প্রতি দেখা গেছে দায়িত্ব পালনকালে ডিএমপির অনেক সদস্য মোবাইল ফোন ব্যবহার করছেন। এতে তাদের সতর্ক নজরদারি ও দায়িত্ব পালনে ব্যাঘাত ঘটছে। ফলে পুলিশ সদস্যরা দৃশ্যমান থাকলেও কার্যকরভাবে নিজেদের ও জনসাধারণের নিরাপত্তা দিতে পারছেন না

আরও পড়ুন: বরখাস্ত জিএমপি সাবেক কমিশনার নাজমুল করিম খান

এমন পরিস্থিতিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিরোধের লক্ষ্যে ইনচার্জ ছাড়া অন্য পুলিশ সদস্যদের দায়িত্বকালীন সময়ে মোবাইল ব্যবহার না করার নির্দেশ প্রদান করা হয়েছে।

নির্দেশে আরও বলা হয়েছে, কোনো পুলিশ সদস্য এই আদেশ অমান্য করলে তা শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য হবে এবং তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।