নির্বাচনে ম্যাজিস্ট্রেটের সংখ্যা না বাড়লে পুলিশের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতার দাবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে পুলিশ সুপাররা নির্বাচন ভবনের সম্মেলনে অংশ নিয়ে মাঠে ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন। তাদের দাবি মেনে নেওয়া না হলে পুলিশের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার প্রস্তাবও করেছেন তারা।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে ডিসি-এসপি, সব রেঞ্জের ডিআইজি, বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে পুলিশ সুপাররা এই দাবি জানিয়েছেন। তারা সুষ্ঠু ও অবাধ ভোটের জন্য নানা বিষয়েও সুপারিশ করেছেন।
আরও পড়ুন: প্রথম আলো কার্যালয়ে হামলা: ১৫ আসামি কারাগারে
পুলিশ সুপাররা বলেন, “আমরা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে আসামিসহ অবৈধ অস্ত্র উদ্ধার করছি। আমাদের যানবাহন সংকট রয়েছে এবং পর্যাপ্ত জনবল না থাকায় মাঠ পর্যায়ে কার্যক্রম চালানো কঠিন। নির্বাচনের দিনে অসুস্থ ও প্রতিবন্ধী ভোটারদের সহায়তার জন্য রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মীদের রাখার সুপারিশ করছি।”
তাদের আরও দাবি, বিগত নির্বাচনে পুলিশের বাজেট বৈষম্যমূলক ছিল। এবারের নির্বাচনে বাজেট বৃদ্ধি প্রয়োজন। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট সংখ্যা বাড়ানো এবং পুলিশের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া উচিত।
আরও পড়ুন: পুলিশের ৬ ডিআইজি পদে রদবদল
সম্মেলনে জেলা প্রশাসকরা জানান, মাঠ পর্যায়ে এখনও যে বৈধ অস্ত্র রয়েছে তা দ্রুত উদ্ধার করতে পুলিশকে সহযোগিতা করতে হবে। দূরবর্তী অঞ্চলে যাতায়াতের জন্য হেলিকপ্টার ব্যবহারের সুপারিশ করা হয়েছে। এছাড়া নির্বাচনের সময় গণভোট প্রচারের সময় বাড়ানো, সীমান্তে নিরাপত্তা জোরদার করা এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সকল কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।





