গুলিস্তানে যাত্রীবাহী বাসে আগুন

SM Shamim
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ন, ০৩ ডিসেম্বর ২০২৩ | আপডেট: ৪:৫২ পূর্বাহ্ন, ০৪ ডিসেম্বর ২০২৩
ছবি : ইন্টারনেট
ছবি : ইন্টারনেট

রাজধানীর গুলিস্তানে ভিক্টর পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৩ ডিসেম্বর) দুপুর আড়াইটায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাসি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: চাঁদাবাজদের হুঁশিয়ারি আইজিপির

বিএনপি ও সমমনা দলগুলোর নবম দফা ডাকা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) ভোর ৬টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভোর ৬টা পর্যন্ত।

গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সর্বাত্মক অবরোধের এই দফার কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আরও পড়ুন: রমজানে প্রতিদিন ৫ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন