সিলেট-বরিশালের কমিশনারসহ ৫ জেলার এসপি প্রত্যাহার

SM Shamim
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ন, ১০ ডিসেম্বর ২০২৩ | আপডেট: ১১:৩০ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৫
(no caption)
(no caption)

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার জন্য ব্রাহ্মণবাড়িয়ার ডিসিসহ কয়েকটি জেলার পুলিশ সুপার ও তিন থানার ওসি প্রত্যাহারের  নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১০ ডিসেম্বর) সকালে নির্বাচন কমিশনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

আরও পড়ুন: চাঁদাবাজদের হুঁশিয়ারি আইজিপির

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে বরিশাল ও সিলেট মেট্রোপলিটনের পুলিশ কমিশনার, ব্রাহ্মণবাড়ীয়ার জেলা প্রশাসক, হবিগঞ্জ, নোয়াখালী, পিরোজপুর, সাতক্ষীরা ও মেহেরপুরের পুলিশ সুপারকে তাদের নিজ নিজ কর্মস্থল হতে প্রত্যাহারের জন্য মাননীয় কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন। একইসাথে তাদের স্থলে অভিজ্ঞ ও যোগ্য কর্মকর্তাদের পদায়নের প্রস্তাব নির্বাচন কমিশনে প্রেরণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ  এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পত্র প্রেরণ করা হয়েছে।

এছাড়া মানিকগঞ্জ সদর, সিংগাইর ও শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও প্রত্যাহার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের স্থলে উপযুক্ত কর্মকর্তাকে পদায়ন করার জন্য বলেছে ইসি।

আরও পড়ুন: রমজানে প্রতিদিন ৫ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন