রাজধানীর বিভিন্ন রেস্টুরেন্টে সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৩৮১

SM Shamim
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ন, ০৪ মার্চ ২০২৪ | আপডেট: ৪:০০ পূর্বাহ্ন, ০৫ মার্চ ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর রেস্টুরেন্টগুলোতে সাঁড়াশি অভিযান চালিয়ে অগ্নিঝুঁকিসহ বিভিন্ন অভিযোগে পৃথক পাঁচ মামলায় ৩৮১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৪ মার্চ) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে, গতকাল রোববার (৩ মার্চ) সন্ধ্যা থেকে এ অভিযান শুরু হয়।

আরও পড়ুন: চাঁদাবাজদের হুঁশিয়ারি আইজিপির

জানা যায়, গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নিকাণ্ডে ৪৬ জন প্রাণ হারান। ভবনটিতে বেশ কয়েকটি রেস্টুরেন্ট ছিল। দুর্ঘটনার পর ভবনের ও রেস্টুরেন্টগুলোর নানা অনিয়ম সামনে চলে আসে। এর পরপরই অভিযানে নামে পুলিশ।

এদিকে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বেশির ভাগই বিভিন্ন রেস্টুরেন্টের ম্যানেজার। তাদের কাছে রেস্টুরেন্ট পরিচালনার বৈধ কাগজপত্র চাওয়া হয়েছে। এসব যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ হবে।

আরও পড়ুন: রমজানে প্রতিদিন ৫ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন