বরই, খেজুর বিতর্ক সাংবাদিকদের তৈরি : শিল্পমন্ত্রী

SM Shamim
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ন, ১০ মার্চ ২০২৪ | আপডেট: ১২:৫৭ অপরাহ্ন, ১০ মার্চ ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, বরই, খেজুর বিতর্ক সাংবাদিকদের তৈরি। কোনো মহল নিজেদের স্বার্থে এসব করছে। আমি বলেছি, ইফতারের থালায় দেশি ফল রাখুন। খেজুর নিয়ে আমি কিছু বলিনি।

রোববার (১০ মার্চ) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন: চাঁদাবাজদের হুঁশিয়ারি আইজিপির

শিল্পমন্ত্রী বলেন, দাম বাড়িয়ে যে সব ব্যবসায়ী রোজায় বিদেশে ছুটি কাটায়, আমরা তাদের বিষয়ে জিরো টলারেন্স নীতিতে আছি। সাংবাদিকরা তাদের নাম-ঠিকানা দিন, আমরা ব্যবস্থা নেব।

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, সরকারের বিভিন্ন দপ্তরের অভিযানে রোজায় ব্যবসায়ীরা যাতে হয়রানির স্বীকার না হয় তা দেখভাল করা হবে। ভেজাল ও পণ্যের মান নিয়ন্ত্রণে রোজায় মোবাইল কোর্ট পরিচালনা বাড়ানো হবে।

আরও পড়ুন: রমজানে প্রতিদিন ৫ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

তিনি বলেন, কে কার কোথায় লাথি দেবে এটা তো আমি জানি না। আমি তো জানি কার জ্বালা কোথায়। যারা খাদ্যে ভেজাল করতে চায় তাদের কোনো ছাড় দেওয়া হবে না।