আগারগাঁওয়ে শেকৃবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

তিন দফা দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে সড়ক অবরোধ (ব্লকেড) করেছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আগারগাঁও মোড় অবরোধ করে তারা এই কর্মসূচি শুরু করেন, যার ফলে মিরপুর-১০ থেকে বিজয় সরণি এবং শ্যামলী থেকে তেজগাঁও অভিমুখে যান চলাচল বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন: ওয়েস্টিন হোটেলে মার্কিন নাগরিকের রহস্যজনক মৃত্যু
শিক্ষার্থীরা 'কৃষিবিদ ঐক্য পরিষদ'-এর ব্যানারে মিছিল নিয়ে আগারগাঁও সিগন্যালে অবস্থান নেন এবং পরে অবরোধ শুরু করেন। তাদের প্রধান দাবিগুলো হলো:
১. ডিএই (DAE) এবং বিএডিসি (BADC) সহ অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানে দশম গ্রেডের পদ (উপ-সহকারী কৃষি কর্মকর্তা/উপ-সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/সমমান) কৃষিবিদদের জন্য উন্মুক্ত করতে হবে।
আরও পড়ুন: বসুন্ধরা আবাসিক এলাকা থেকে অস্ত্রসহ গ্রেপ্তার ৬
২. নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাড়া নবম গ্রেডে পদোন্নতির কোনো সুযোগ রাখা যাবে না।
৩. কৃষি বা কৃষি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি ছাড়া কেউ 'কৃষিবিদ' পদবি ব্যবহার করতে পারবে না এবং এ বিষয়ে একটি সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে।