মিরপুরে বাসে আগুন, চালক-সহকারীকে পিটিয়ে নামাল দুর্বৃত্তরা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ন, ০৩ অক্টোবর ২০২৫ | আপডেট: ২:৩৯ অপরাহ্ন, ০৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৭টা ২৩ মিনিটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৭টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুনে বাসটির ভেতরে ব্যাপক ক্ষতি হয়েছে।

আরও পড়ুন: সরকারকে সন্ধ্যা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের আল্টিমেটাম

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, সকালে সেনপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত বাসটিকে হাতের ইশারা দিয়ে থামায়। পরে চালক ও তার সহকারীকে পিটিয়ে নামিয়ে দেওয়া হয়। যাত্রীদেরও নামিয়ে দিয়ে বাস ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আলিফ পরিবহন থেকে ছাঁটাই হওয়া কিছু কর্মী ক্ষোভের বশে এ ঘটনা ঘটিয়েছে।

আরও পড়ুন: ফুটকোর্ট স্থাপনে ডিএনসিসির ৬ সদস্যের কমিটি গঠন

কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে পরিবহনের স্টাফদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকেই এ ঘটনা ঘটেছে। তবে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, বাসে আগুন দেওয়ার সময় গুলি ছোড়ার অভিযোগ ওঠে। তবে তদন্তে দেখা গেছে, গুলি চালানোর ঘটনা সত্য নয়।