ফার্মগেটে শিক্ষার্থী নিহতের ঘটনায় সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:০৬ অপরাহ্ন, ২৩ অক্টোবর ২০২৫ | আপডেট: ৫:১২ অপরাহ্ন, ২৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর ফার্মগেটে ট্রাকচাপায় এক মাদ্রাসা শিক্ষার্থীর নিহতের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার এবং নিরাপদ সড়কের দাবি জানিয়ে আবারও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। পাশাপাশি বুধবার আন্দোলনরত শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়ায় সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলে দাবি জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে ফার্মগেট মোড় অবরোধ করা হলে এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন: মোহাম্মদপুরে সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, নিহত যুবক

এর আগে মঙ্গলবার (২১ অক্টোবর) ফার্মগেটে সরকারি বিজ্ঞান কলেজের সামনে লরির চাপায় সিফাত নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হন। ওই ঘটনার পর থেকেই এলাকাটি উত্তপ্ত হয়ে ওঠে।

বুধবার বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত শিক্ষার্থীরা একই স্থানে সড়ক অবরোধ করে নিরাপদ সড়ক, দায়ীদের শাস্তি ও দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন। তাদের অভিযোগ—শান্তিপূর্ণ কর্মসূচির সময় প্রশাসনের কিছু সদস্য তাদের ‘সন্ত্রাসী’ বলে মন্তব্য করেন। এই বক্তব্যের প্রতিবাদ ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিতে বৃহস্পতিবার ফের তারা অবরোধে নামে।

আরও পড়ুন: ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, পুলিশ মোতায়েন

শিক্ষার্থীরা বলেন, আমরা সন্ত্রাসী নই, আমরা ন্যায্য অধিকারের দাবিতে আন্দোলন করছি। প্রশাসন আমাদের অপমান করেছে—তাদের প্রকাশ্যে ক্ষমা চাইতেই হবে।