কর্পোরেট একাডেমির ২১তম ব্যাচের ওপেনিং সেরিমনি অনুষ্ঠিত
কর্পোরেট একাডেমির PGD-VICM ২১তম ব্যাচের ওপেনিং সেরিমনি ও প্রফেশনালস মিটআপ অনুষ্ঠিত হয়েছে রাজধানীর লায়ন হুমায়ুন জহির অডিটরিয়ামে।
কর ব্যবস্থাপনা বিষয়ে পেশাগত দক্ষতা ও জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে কর্পোরেট একাডেমির উদ্যোগে আয়োজিত ‘PGD in VAT, Income Tax & Customs Management (PGD-VICM)’ কোর্সের ২১তম ব্যাচের শুরু হয়েছে।
আরও পড়ুন: মেট্রোরেলের পিলারের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু
অনুষ্ঠানে নবনির্বাচিত ব্যাচের প্রফেশনালদের পাশাপাশি উপস্থিত ছিলেন কর্পোরেট একাডেমির পূর্ববর্তী ব্যাচের গ্র্যাজুয়েট সদস্যবৃন্দ, যারা ইতোমধ্যেই কর, ভ্যাট ও কাস্টমস ডিপার্টমেন্টে বিভিন্ন দেশী-বিদেশী প্রতিষ্ঠানে দায়িত্বশীল পদে কর্মরত আছেন।
উক্ত অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর উর্ধ্বতন কর্মকর্তা এবং দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট ব্যক্তিত্বরা প্রফেশনালদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
আরও পড়ুন: রাজধানীর বাতাসে গ্যাসের গন্ধ, আতঙ্কিত না হওয়ার পরামর্শ তিতাসের
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
• জনাব মোহাম্মদ ফখরুল আলম, ফরমার মেম্বার (টেকনিক্যাল), কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট আপিলাত ট্রাইবুনাল। ডিরেক্টর, ভ্যাট এন্ড কাস্টমস অ্যাফেয়ার্স, CAPE Advisory & Consulting Limited.
• জনাব এ কে এম মাহবুবুর রহমান, মেম্বার (টেকনিক্যাল), কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট আপিলাত ট্রাইবুনাল
• জনাব গণেশ চন্দ্র মণ্ডল, কমিশনার অফ ট্যাক্সেস, সেন্ট্রাল ট্যাক্স সার্ভে জোন। জাতীয় রাজস্ব বোর্ড
• জনাব তারিক হাসান, প্রথম সচিব (কাস্টমস মডার্নাইজেশন), জাতীয় রাজস্ব বোর্ড
• জনাব বাপন চন্দ্র দাস, জয়েন্ট কমিশনার অফ ট্যাক্সেস, জাতীয় রাজস্ব বোর্ড
• জনাব আসিফ আহমেদ, রেভিনিউ অফিসার, জাতীয় রাজস্ব বোর্ড
এছাড়াও কর্পোরেট জগতের বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন।
• জনাব মাসুদ খান, চেয়ারম্যান, ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড
• জনাব আব্দুল খালেক, সিইও, জেড ওয়েল হোমস প্রাইভেট লিমিটেড। চেয়্যারম্যান এ খালেক চ্যারিটি ফাউন্ডেশন।
• জনাব নাজমুল হায়দার, সিইও, প্লউটুস কনসালটিং, ফরমার সিএফও, পারফেট্টি ভ্যান মেল্লে (মেক্সিকো, ইউএসএ কানাডা)
• জনাব মোহাম্মদ রেফাউল করিম চৌধুরি, ডেপুটি জেনারেল ম্যানেজার (ফাইন্যান্স), ট্রান্সকম ডিস্ট্রিবিউশন লিমিটেড।
• জনাব হিমি হোসাইন, আন্তর্জাতিক পাবলিক স্পিকার ও সিইও, মেলবোর্ন মেট্রোপলিটান কলেজ।
• জনাব আরিফুর রহমান, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, কর্পোরেট একাডেমি ও CAPE Advisory & Consulting Limited.
অনুষ্ঠানে বক্তারা বলেন, কর, ভ্যাট ও কাস্টমস–সংক্রান্ত জটিল বিষয়গুলো সম্পর্কে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে দেশের পেশাজীবীরা এখন আরও আত্মবিশ্বাসী হয়ে উঠছেন। সরকারের রাজস্ব ব্যবস্থাপনা শক্তিশালী করতে এবং বেসরকারি খাতের ট্যাক্স কমপ্লায়েন্স বাড়াতে উক্ত পিজিডি কোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে কর্পোরেট একাডেমি প্রফেশনাল ফোরামের দায়িত্বশীল সদস্যরা অনুষ্ঠান সঞ্চালনা, সমন্বয় ও আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।





