বিএনপি থেকে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মনোনয়ন প্রত্যাশী যারা

বাংলাদেশের হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও সনাতনী বিএনপি পরিবারের বেশ কয়েকজন নেতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছেন। এ তালিকায় দলের কেন্দ্রীয় থেকে শুরু করে বিভাগীয় ও জেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতারা রয়েছেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন, ঢাকা-৩ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মাগুরা-২ আসনে দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় চেয়ারম্যান বিজন কান্তি সরকার এবং ঝিনাইদহ-১ আসনে দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু।
আরও পড়ুন: শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ইতিহাসে স্মরণীয় দিন: প্রধান উপদেষ্টা
এছাড়া নাটোর-৪ আসনে বিএনপির কেন্দ্রীয় সহ-ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জন গোমেজ, যশোর-৬ আসনে সহ-ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, এবং ঢাকা থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীও ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী।
রাজশাহী-৬ আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক রমেশ দত্ত, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব ও যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক এস. এন. তরুণ দে, সুনামগঞ্জ-১ আসনে ফ্রন্টের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুদীপ রঞ্জন সেন (বাপ্পু), মাদারীপুর-২ আসনে ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মিল্টন বৈদ্য, এবং নড়াইল-১ আসনে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য সচিব আনন্দ সাহাও মনোনয়ন প্রত্যাশী তালিকায় রয়েছেন।
আরও পড়ুন: প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে কিছু উপদেষ্টার ভূমিকায় আপত্তি জানিয়েছে জামায়াতে ইসলামী
পটুয়াখালী-১ আসনে জেলা বিএনপির সভাপতি ও কল্যাণ ফ্রন্টের ভাইস চেয়ারম্যান স্নেহাংশু সরকার কুট্টি, রংপুর-২ আসনে সাবেক সংসদ সদস্য পরিতোষ চক্রবর্তী, রাঙ্গামাটি জেলা থেকে অ্যাডভোকেট দীপেন দেওয়ান ও মনি স্বপন দেওয়ান, বান্দরবান থেকে সাচিং প্রু জেরী ও ম্যা মাচিং মার্মা, খাগড়াছড়ি থেকে সমীরণ দেওয়ান, এবং সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অশোক তালুকদারও ধানের শীষের টিকিটের জন্য প্রস্তুতি নিচ্ছেন।
ফ্রন্টের শীর্ষ নেতারা জানিয়েছেন, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের অংশগ্রহণ বাড়াতে ও সমঅধিকার নিশ্চিত করতে বিএনপির মনোনয়ন বোর্ডে তাদের পক্ষ থেকে যোগ্য প্রার্থীদের নাম প্রস্তাব করা হয়েছে।