বাড্ডায় বহতল ভবন নির্মাণে চরম ঝুঁকিতে পার্শ্ববর্তী বাসিন্দারা
রাজধানীর মধ্য বাড্ডা এলাকায় ব্যাপক অনিয়ম অবৈধভাবে একটি বহু তলা ভবনের নির্মাণ কাজ দিনে রাতে চলছে। ব্যাপক অনিয়মের মাধ্যমে বিগত আওয়ামী লীগ সরকারের সময় প্রভাব কাটিয়ে অনুমোদন নিয়ে দ্রুত কাজ করায় আশপাশের বাসিন্দারা চরম ঝুঁকিতে পড়েছেন। ভবন নির্মাণে রাজউকের কোন নিয়মেই মানা হয়নি।
এ বিষয়ে রাজুউক চেয়ারম্যান বরাবরে ভুক্তভোগী এলাকাবাসী আবেদন করলেও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ভুক্তভোগী এলাকাবাসীর আবেদনে জানা যায় ঢাকার মধ্য বাড্ডা এলাকার জ ৮০/১ বাড়িটি কোন নিয়ম নামে নেই ছয়তলা নির্মাণ করে যাচ্ছে। রাতদিন কোন প্রকৌশল নিয়ম না মেনে কাজ করায় আশপাশের বাড়িঘরগুলি ধসে যাওয়ার উপক্রম হয়েছে। মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে চারটি করে কলাম তৈরি করছে। প্রাকৃতিক দুর্যোগ বা ভূমিকম্পে অথবা নির্মাণকালীন সময়ে ত্রুটিজনিত যে কোন কারণে দুর্ঘটনা সম্ভাবনা রয়েছে। ভবনটির চারপাশের লোকজন নির্মাণ কাজের অনিয়মে আতঙ্কিত।
আরও পড়ুন: ছাত্রলীগ নেতাকে বহন করা প্রিজনভ্যান ঘিরে ছাত্র-জনতার বিক্ষোভ, ফাঁসি দাবি
বিষয়টি নিয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে জানা যায় ইমারত পরিদর্শক রাজীব বিষয়টি দেখাশোনা করছেন। রাজিবের মোবাইলে যোগাযোগ করা হইলে ব্যবস্থা নিবেন বলে জানান। এদিকে বাড়ির মালিক মাহবুব রহমানের মোবাইলে কয়েক দফায় ফোন করলেও ফোন ধরেননি। এলাকাবাসীর জরুরী ভিত্তিতে অবৈধভাবে নির্মাণাধীন বাড়িতে নির্মাণ কাজ বন্ধের জন্য রাজউক চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা করতে।





