ঘরে আগুন দেওয়া সেই মাদকাসক্ত স্বামী গ্রেপ্তার
নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের সঙ্গীতা এলাকায় মাদকাসক্ত স্বামীর দেওয়া আগুনে স্ত্রী-ছেলেসহ পরিবারের ছয় সদস্য ঝলসে যাওয়ার ঘটনায় অভিযুক্ত সেই স্বামী ফরিদ মিয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত ফরিদ মিয়া পাশ্ববর্তী নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার মাসদাইল এলাকার মৃত আলী মিয়ার ছেলে।
আরও পড়ুন: রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ চারজন গ্রেফতার
শনিবার (২৫ অক্টোবর) রাত ৯টায় নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর (বৃহস্পতিবার) দিবাগত রাতে সদর উপজেলার সঙ্গীতা এলাকায় তার শ্বশুরবাড়িতে বসবাসরত স্ত্রী ও সন্তানদের ওপর পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন। এসময় ঘরের ভিতরে থাকা তার স্ত্রী রিনা বেগমসহ ছেলে জিহাদ (২৩), ফরহাদ (১২), তাওহীদ (৬), শালিকা সালমা (৩৫) ও তার ছেলে আরাফাত (১৪) শরীরের বেশিরভাগ অংশ আগুনে ঝলসে যায়।
আরও পড়ুন: শিবপুর প্রেসক্লাবের আসাদ সভাপতি, মাহবুব খান সাধারণ সম্পাদক নির্বাচিত
উক্ত ঘটনার পরপরই বিষয়টি পুলিশ সুপারের দৃষ্টিগোচর হলে পুলিশের একাধিক টিম অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারের লক্ষ্যে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।
এরই ধারাবাহিকতায় নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় রায়পুরা উপজেলার বারৈচা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, ঘটনাটি ব্যাপক আলোড়ন সৃষ্টি হলে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ঘটনার সাথে জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনতে নির্দেশ প্রদান করা হয়। এরপর থেকে পুলিশের একাধিক ইউনিট আসামিকে গ্রেপ্তার করতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।
এরই ধারাবাহিকতায় শনিবার বারৈচা এলাকা থেকে ঘটনার সাথে জড়িত আসামি ফরিদ মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তিনি আরও জানান, তার বিরুদ্ধে এর আগেও মাদক মামলার একটি জিআর সাজা গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।





