ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, পুলিশ মোতায়েন

ছবিঃ সংগৃহীত
রোববার (১৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা সিটি কলেজের পূর্ব পাশে সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, সংঘর্ষের সূত্রপাত হয় ঢাকা কলেজের এক শিক্ষার্থীর কলেজ আইডি কার্ড ছিনিয়ে নেওয়ার পর মারধরের ঘটনাকে কেন্দ্র করে, যেখানে ধানমন্ডি আইডিয়াল কলেজের চার-পাঁচ জন শিক্ষার্থী জড়িত ছিলেন। এরপর দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ঝগড়া ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
আরও পড়ুন: বিমানবন্দরের আগুন, ঢাকার ফ্লাইট যাচ্ছে চট্টগ্রাম-কলকাতায়
সংঘর্ষের অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে এলাকায় শান্তি ফিরে এসেছে।