১ নভেম্বর থেকে সেন্টমার্টিনে পর্যটক প্রবেশের অনুমতি

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ন, ১৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ৪:৩৬ অপরাহ্ন, ১৯ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আগামী ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন দ্বীপে পর্যটক প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার (১৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “পহেলা নভেম্বর থেকে পর্যটকরা সেন্টমার্টিন যেতে পারবেন। তবে তারা সেখানে রাত্রিযাপন করতে পারবেন কি না, সে বিষয়ে পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”

আরও পড়ুন: একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় জরুরি বৈঠক সরকারের

গত নয় মাস ধরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশে দ্বীপে পর্যটক প্রবেশ বন্ধ ছিল। এতে স্থানীয় পর্যটন খাত বড় ধরনের ক্ষতির মুখে পড়ে। দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে পর্যটকবাহী জাহাজ চলাচলও। ফলে দ্বীপের জেটিঘাটে নেমে আসে নীরবতা, কর্মহীন সময় কাটাচ্ছেন জাহাজকর্মী ও স্থানীয় ব্যবসায়ীরা।

সরকার জানিয়েছিল, সেন্টমার্টিনের জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে পর্যটন কার্যক্রম সীমিত করা হয়েছিল। দ্বীপটিকে স্থানীয় জনগণনির্ভর টেকসই পর্যটন অঞ্চল হিসেবে গড়ে তুলতে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন: দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার