মিছিল নিয়ে শহীদ মিনারে ফিরে গেলেন শিক্ষকরা, রাতে সেখানেই অবস্থান
হাইকোর্টের মাজারগেট থেকে মিছিলসহ কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে ফিরে গেছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। রাতভর সেখানেই অবস্থান কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন তারা।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে শিক্ষকরা মাজারগেট থেকে দোয়েল চত্বর হয়ে শহীদ মিনারের উদ্দেশে রওনা হন।
আরও পড়ুন: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা মাউশির
‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী নতুন কর্মসূচি ঘোষণা করে বলেন, “আজ রাতে আমরা শহীদ মিনারে ফিরে রাত যাপন করব। আগামীকাল দুপুর ১২টার আগে যদি প্রজ্ঞাপন জারি না হয়, ঠিক দুপুর ১২টায় আমরা শাহবাগ ব্লকেড করব। এই সিদ্ধান্ত অপরিবর্তনীয়।”
এর আগে বিকেল ৪টার পর থেকে হাইকোর্টের মাজারগেট এলাকায় অবস্থান নেন শিক্ষক-কর্মচারীরা। শুরুতে তারা শহীদ মিনার থেকে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি নিয়ে রওনা হন, তবে মাজারগেট এলাকায় এসে পুলিশের বাধার মুখে পড়ে অবস্থান নেন সেখানেই।
আরও পড়ুন: জবিতে সরস্বতী পূজায় এবারও নারী পুরোহিত
শিক্ষকদের তিন দফা দাবি হলো— মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতা, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা, চতুর্থ শ্রেণির কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা।
এ দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।





