কুলাউড়ায় শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

Sanchoy Biswas
এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ৫:০২ অপরাহ্ন, ১৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ৮:০৮ অপরাহ্ন, ১৯ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) দুপুরে কুলাউড়া উপজেলার এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদরাসার শিক্ষক ও কর্মচারীবৃন্দের আয়োজনে স্ব স্ব প্রতিষ্ঠানের ব্যানার নিয়ে পৌর শহরের স্টেশন চৌমুহনীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: কাপাসিয়ায় কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে ২ নারীর মর্মান্তিক মৃত্যু

বাড়ি ভাড়া ২০ শতাংশ, চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ বৃদ্ধির দাবিতে ও ঢাকায় আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে এ কর্মসূচি পালিত হয়।

কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সম্পাদক ও কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন —

আরও পড়ুন: বগুড়ায় প্রায় ৩৫২ বছরের প্রাচীন মধুগঞ্জেশ্বরী কালীপূজা অনুষ্ঠিত

লংলা আধুনিক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আতাউর রহমান, এম এ গণি আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ এন এম আলম, শ্রীপুর জালালীয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মো. শামছুল হক, মহতোছিন আলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফয়জুর রহমান ছুরুক, রবিরবাজার দারুছুন্নাহ ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল জব্বার,

বরমচাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদৌসি আক্তার, ছকাপন স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক বেলাল আহমদ চৌধুরী, সহকারী শিক্ষক আজিজুর রহমান, বাদে ভূকশিমইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইদুর রহমানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা।

মানববন্ধনে বক্তারা শিক্ষা মন্ত্রণালয়কে বাড়ি ভাড়া ভাতা ৫ শতাংশ বাড়ানোর প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে বলেন, আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা তাদের ৩ দফা দাবি — শিক্ষকদের মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১,৫০০ টাকা মেডিক্যাল ভাতা ও কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

তারা আরও বলেন, “শিক্ষক বাঁচলে দেশ বাঁচবে, শিক্ষক থাকলে প্রতিষ্ঠান থাকবে। জাতি গড়ার কারিগর হলেন শিক্ষকরা। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা তাদের দাবি আদায়ে রাজপথে নেমে এসেছে। আজ যারা শিক্ষকদের প্রতি বৈষম্য করছে, তাদের উচিত দাবি মেনে নিয়ে শিক্ষকদের সম্মান জানানো।”