চার এএসপিকে চাকরিচ্যুত করেছে সরকার

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৫০ অপরাহ্ন, ২৩ অক্টোবর ২০২৫ | আপডেট: ১০:৪৩ পূর্বাহ্ন, ২৫ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪৩তম ব্যাচের চারজন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) চাকরি থেকে অপসারণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪৩তম ব্যাচের শিক্ষানবিশ চারজন সহকারী পুলিশ সুপারকে বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা, ১৯৮১-এর বিধি ৬(২)(এ) অনুযায়ী সরাসরি চাকরি থেকে অপসারণ করা হলো।

আরও পড়ুন: তফসিলের প্রথম দিনেই হামলায় নির্বাচনী মাঠে আতঙ্ক

অপসারিত চার এএসপি হলেন, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার শের শাহ্, শোভন কুমার বিশ্বাস, মো. রওশন জামিল, আশফাক ফেরদৌস।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে।

আরও পড়ুন: ভিডিও ফুটেজ দেখে হাদীর ওপর হামলাকারী দুর্বৃত্তদের গ্রেফতারে কাজ করছে পুলিশ

সরকারি সূত্র জানিয়েছে, অপসারিত কর্মকর্তাদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গ ও প্রশাসনিক অসঙ্গতির প্রাথমিক অভিযোগের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।