হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:২০ অপরাহ্ন, ১৫ নভেম্বর ২০২৫ | আপডেট: ৭:১১ অপরাহ্ন, ১৬ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর হাতিরঝিলে ককটেল বিস্ফোরণের একটি ঘটনা ঘটে শনিবার সন্ধ্যায়। হঠাৎ বিস্ফোরণে মধুবাগ ব্রিজে অবস্থান করা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়, তবে কেউ হতাহত হয়নি।

পুলিশ জানায়, সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা ব্রিজের ওপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত এলাকা ত্যাগ করে। বিস্ফোরণের পরপরই মোটরসাইকেলে আগুন উঠে ধোঁয়া ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: দেশে মাদকাসক্ত ৮২ লাখ মানুষ : গবেষণা

হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক ফুয়াদ আহমেদ বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে সাহায্য করে এবং সুরক্ষামূলক অভিযান চালায়। এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ ঘটনার পর এলাকায় সতর্কতামূলক টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও পড়ুন: নির্মাণাধীন ভবনের রড পড়ে যুবকের মৃত্যু, কনকর্ডের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা