হযরত শাহজালাল বিমানবন্দরে ৪ যাত্রীর কাছ থেকে ১০২টি মোবাইল ফোন উদ্ধার

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ন, ০১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৬:২৩ অপরাহ্ন, ০১ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আজ সকাল ১১:২০ মিনিটে ঢাকা অভ্যন্তরীণ বিমানবন্দরে অবতরণের সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (BG-148) দুবাই-চট্টগ্রাম-ঢাকা ফ্লাইটে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা চারজন যাত্রী থেকে মোট ১০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

বিমানবন্দর গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে বিমানবন্দর কাস্টমস এবং এ্যাভসেকের বিমান বাহিনীর সদস্যরা যৌথভাবে যাত্রীদের বিশেষ নজরদারিতে রাখেন। গ্রীন চ্যানেল অতিক্রমের সময় ৪ জন মহিলা যাত্রী—সামিয়া সুলতানা, শামিমা আক্তার, জয়নব বেগম ও নুসরাত—এর শরীর থেকে লুকায়িতভাবে রাখা ৩৫টি আইফোন ১৭ প্রো ম্যাক্স, ৫৫টি আইফোন ফিফটিন এবং ১২টি গুগল পিক্সেল ফোন পাওয়া যায়।

আরও পড়ুন: চিড়িয়াখানা থেকে বের হওয়া সিংহ খাঁচায় ফিরেছে

উক্ত যাত্রীগণ ফোন সম্পর্কে কোনো তথ্য প্রদান করতে না পারায় বিমানবন্দর কাস্টমস ৯৮টি মোবাইল ফোন জব্দ করে। এই মোবাইলগুলোর আনুমানিক বাজার মূল্য ধরা হয়েছে এক কোটি ছিয়াত্তর লক্ষ চল্লিশ হাজার টাকা (১,৭৬,৪০,০০০/=)।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে নিয়মিত চোরাকারবারিরা স্বর্ণ, মোবাইল ও সিগারেট পাচার করেন। বিশেষ করে দুবাই ও শারজাহ থেকে ঢাকায় আগমনকারী বিমানগুলোতে এ ধরনের ঘটনা বেশি ঘটে। বিভিন্ন সময় বিমানবন্দরের কাস্টমস ও অন্যান্য সংস্থা যাত্রীদের চেক করলে, চোরাকারবারিরা তাদের কৌশল পরিবর্তন করে থাকে। তারা চট্টগ্রাম হয়ে আসা বিমান থেকে ঢাকায় মোবাইল ও অন্যান্য পণ্য হস্তান্তর করার চেষ্টা করে।

আরও পড়ুন: জাতীয় চিড়িয়াখানায় খাঁচা ছেড়ে বেরিয়ে এলো সিংহ, আতঙ্ক নেই