শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রপ্তানি কার্গো থেকে ৪ হাজার ইয়াবা জব্দ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিভাগের সতর্ক নজরদারিতে রপ্তানি কার্গো থেকে প্রায় চার হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৯টা ৫ মিনিটের দিকে হ্যাঙ্গার গেট-৮ এ নিয়মিত কার্গো স্ক্রিনিং চলার সময় এ মাদকদ্রব্য শনাক্ত হয়।
বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় দায়িত্ব পালনকারী বেবিচকের নিজস্ব নিরাপত্তাকর্মী, বিমান বাহিনী, পুলিশ ও আনসারের সমন্বিত এভসেক টিম নিয়মিতভাবে জিরো টলারেন্স নীতিতে অভিযান পরিচালনা করে থাকে। তাদেরই কঠোর নজরদারিতে ডাক বিভাগের মাধ্যমে রপ্তানির জন্য পাঠানো একটি চালানের ভেতরে কমলা রঙের প্রায় চার হাজার ট্যাবলেট শনাক্ত হয়, যা ইয়াবা বলে নিশ্চিত করা হয়েছে। চালানটি ফ্রান্সের প্যারিসে পাঠানোর জন্য বুক করা হয়েছিল।
আরও পড়ুন: চিড়িয়াখানা থেকে বের হওয়া সিংহ খাঁচায় ফিরেছে
ঘটনার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবহিত করা হলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।
বেবিচক কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষ স্ক্রিনিং, দায়িত্বশীলতা ও সতর্কতার ফলেই চোরাচালানের এই চেষ্টা ব্যর্থ হয়েছে। এই সফলতা বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করেছে।
আরও পড়ুন: জাতীয় চিড়িয়াখানায় খাঁচা ছেড়ে বেরিয়ে এলো সিংহ, আতঙ্ক নেই





