রাজধানীর লালবাগে প্লাস্টিক গোডাউনে আগুন

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ন, ১৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৩:৫৯ অপরাহ্ন, ১৭ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পুরান ঢাকার ইসলামবাগ চেয়ারম্যান ঘাট এলাকায় একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুন ঠিক কোথায় লেগেছে—প্লাস্টিকের গোডাউন নাকি আবাসিক ভবনে—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

আরও পড়ুন: শিক্ষার্থী রানা হত্যার প্রতিবাদে বিক্ষোভ, ফার্মগেটে সতর্ক অবস্থানে পুলিশ

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইসলামবাগ চেয়ারম্যান ঘাট এলাকায় আগুন লাগার খবর পাওয়ার পর চারটি ইউনিট পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুন প্লাস্টিকের গোডাউনে লেগে থাকতে পারে। তবে কেউ কেউ আবাসিক ভবনের কথাও বলছেন। বিষয়টি এখনো স্পষ্ট নয়।

তিনি আরও বলেন, যানজটের কারণে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা বিলম্ব হচ্ছে। ইউনিট পৌঁছানোর পরই আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

আরও পড়ুন: ওসমান হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন মাসুদের সহযোগী কবির আটক