শাহবাগে ইনকিলাব মঞ্চের আন্দোলন থেকে ‘অস্ত্র’সহ যুবক আটক

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ন, ২৯ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৯:৫৩ অপরাহ্ন, ২৯ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে চলমান আন্দোলন থেকে একটি ‘অস্ত্র’সহ এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (২৯ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে শাহবাগ মোড় এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মো. আরাফাত জামান (৩৯)। বর্তমানে তাকে শাহবাগ থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন: টঙ্গী মাঠে তাবলীগের জোড় ও বিশ্ব ইজতেমায় সরকারের নিষেধাজ্ঞা

শাহবাগ থানার ডিউটি অফিসারের দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্দেহভাজন এক যুবককে আটক করে থানায় আনা হয়েছে। থানার সিনিয়র কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করছেন। বিস্তারিত পরে জানানো হবে।

এ বিষয়ে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, আটক যুবকের কাছ থেকে যে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে সেটি একটি খেলনা পিস্তল, যা দেখতে একেবারে আসল পিস্তলের মতো।

আরও পড়ুন: শেরেবাংলা নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুজ্জামানের ডিগবাজি, জামাই–বউয়ের যৌথ চাঁদাবাজি

তিনি আরও বলেন, বর্তমানে ওই ব্যক্তি শাহবাগ থানার হেফাজতে রয়েছেন। তার উদ্দেশ্য কী ছিল এবং কীভাবে তিনি আন্দোলনস্থলে অস্ত্রসদৃশ বস্তু নিয়ে এসেছিলেন—সে বিষয়ে তদন্ত চলছে। প্রয়োজনে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুর পর থেকেই তার হত্যার বিচারের দাবিতে বিভিন্ন ছাত্র সংগঠন, সামাজিক ও রাজনৈতিক সংগঠন আন্দোলনে নেমেছে। আন্দোলনকারীদের অভিযোগ, এই হত্যাকাণ্ডের পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে এবং দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ঘোষিত দাবিগুলো হলো—

১. খুনি চক্রের (পরিকল্পনাকারী ও আশ্রয়দাতাসহ) বিচার আগামী ২৪ দিনের মধ্যে সম্পন্ন করা।

২. বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল করা।

৩. ভারত খুনিদের ফেরত দিতে অস্বীকার করলে আন্তর্জাতিক আদালতে মামলা করা।

৪. সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সে লুকিয়ে থাকা ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা।