শান্তর দুর্দান্ত সেঞ্চুরিতে আয়ারল্যান্ডকে হারালো বাংলাদেশ

ইংল্যান্ডের চেমসফোর্ডের কাউন্টি গ্রাউন্ডে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে হ্যারি টেক্টরের বিধ্বংসী সেঞ্চুরি ম্লান করে নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত ইনিংসে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ উইকেটে জয় পেল বাংলাদেশ। বৃষ্টির কারণে ৪৫ ওভারে নামিয়ে আনা ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড ৬ উইকেটে ৩১৯ রানের বড় সংগ্রহ তোলে। জবাবে বাংলাদেশের নাজমুল হোসেন শান্তর ৯৩ বলে ১১৭ রানের দুর্দান্ত ইনিংসের ৩ বল বাকী থাকতে জয়ের জন্য ৩২০ রান স্পর্শ করে ফেলে বাংলাদেশ। ৩০০ বা তার বেশি রান তাড়া করে বাংলাদেশ ষষ্ঠ জয়ের স্বাদ পেল। তৌহিদ হৃদয় ৫৮ বলে ৬৮ ও এবং মুশফিকুর রহিম ২৮ বলে অপরাজিত ৩৬ রান করে দলকে জেতাতে অবদান রাখেন।
টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেন বাংলাদেশ অধিনায়ক। পেসার হাসান মাহমুদ বল হাতে বাংলাদেশকে দারুণ সূচনা এনে দেন। প্রথম ওভারের পঞ্চম বলে ইনসুইংয়ে মাহমুদ পল স্টার্লিংকে শূন্য রানে আউট করেন। মিরাজকে ক্যাচ দিয়ে ১২ রানে আউট হন আরেক ওপেনার স্টিভেন ডোহেনি। ১৬ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে আয়ারল্যান্ড। এ অবস্থায় অধিনায়ক অ্যান্ড্রু বলবির্নি ও হ্যারি টেক্টর বাংলাদেশের বোলারদের দারুণভাবে সামলে দলকে চাপমুক্ত করেন।
আরও পড়ুন: আফগানদের বাংলাওয়াশ করল টাইগাররা
তৃতীয় উইকেটে ১০৪ বলে ৯৮ রানের জুটি গড়েন বলবির্নি-টেক্টর। বলবির্নির পর লরকান টাকারকে ১৬ রানে বিদায়ের পথ দেখান শরিফুল। ছয় নম্বরে নামা কার্টিস ক্যাম্ফারকে ৮ রানে থামান তাইজুল। ১৬৭ রানে পঞ্চম উইকেট পড়ে যায় আয়ারল্যান্ডের। ওয়ানডে ক্যারিয়ারে ৯২ বল খেলে ৩১তম ম্যাচে ৪র্থ সেঞ্চুরির দেখা পান টেক্টর। তিনি ১১৩ বলে ৭টি চার ও ১০টি ছক্কায় ১৪০ রান করেন। দলীয় ২৮২ রানে টেক্টর চলে যাবার পর আয়ারল্যান্ডকে ৩১৯ রানের চূড়ায় তোলে ডকরেল ও মার্ক অ্যাডায়ার। নিজেদের ওয়ানডে ইতিহাসে দশম ও বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ দলীয় রান।
৩২০ রানের বিশাল টার্গেটের জবাব দিতে নেমে পেসার মার্ক অ্যাডায়ারের বলে অধিনায়ক তামিমকে (৭ রান) চতুর্থ ওভারেই হারায় বাংলাদেশ দেখেশুনে খেলতে থাকা ওপেনার লিটন দাস ও তিনে নামা নাজমুল হোসেন শান্ত ৯ ওভার শেষে ৪০ রান তুলেন। ২টি চার ও ১টি ছক্কায় ২১ বলে ২১ রান করা লিটন পেসার হিউমের বলে ক্যাচ দিয়ে বিচ্ছিন্ন হন। ৪০ রানে ২ উইকেট পতনে আয়ারল্যান্ডের বোলারদের উপর পাল্টা আক্রমন করেন শান্ত ও সাকিব। ৫টি চারে ২৭ বলে ২৬ রান করেন সাকিব। শান্ত-হৃদয় জুটি ১০২ বল খেলে ১৩১ রান যোগ করেন।
আরও পড়ুন: বিশ্বরেকর্ড গড়লেন মোস্তাফিজ
ক্যাম্ফারের করা ৩৭তম ওভারে দলীয় ২৫৭ রানে বিদায় নেবার আগে শান্ত ১২টি চার ও ৩টি ছক্কায় ৯৩ বলে ১১৭ রানের নান্দনিক ইনিংস খেলেন শেষ ওভারে নো বলের কারণে ফ্রি-হিটের ডেলিভারিতে বাউন্ডারি মেরে বাংলাদেশকে অবিস্মরনীয় জয় এনে দেন মুশফিক।
প্রথম ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হয়। আগামীকাল একই মাঠে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে গেল।
স্কোর বোর্ড :
আয়ারল্যান্ড ইনিংস :
ডোহেনি ক মিরাজ ব হাসান ১২
স্টার্লিং ক মুশফিক ব হাসান ০
বলবির্নি ক মুশফিক ব শরিফুল ৪২
টেক্টর বোল্ড এবাদত ১৪০
টাকার ক লিটন ব শরিফুল ১৬
ক্যাম্ফার এলবিডব্লু ব তাইজুল ৮
ডকরেল অপরাজিত ৭৪
অ্যাডায়ার অপরাজিত ২০
অতিরিক্ত (লে বা-৩ ও-৪) ৭
মোট (৬ উইকেট, ৪৫ ওভার) ৩১৯
উইকেট পতন : ১/১ (স্টার্লিং), ২/১৬ (ডোহেনি), ৩/১১৪ (বলবির্নি), ৪/১৩৮ (টাকার), ৫/১৬৭ (ক্যাম্ফার), ৬/২৮২ (টেক্টর)।
বাংলাদেশ বোলিং :
হাসান : ৯-০-৪৮-২,
শরিফুল : ৯-০-৮৩-২ (ও-৩),
এবাদত : ৯-১-৫৬-১ (ও-১),
সাকিব : ৯-০-৫৭-০,
তাইজুল : ৭-০-৫৯-১,
মিরাজ : ২-০-১৩-০।
বাংলাদেশ ইনিংস :
তামিম ক ডকরেল ব অ্যাডায়ার ৭
লিটন ক টাকার ব হিউম ২১
শান্ত ক টেক্টর ব ক্যাম্ফার ১১৭
সাকিব ক ডকরেল ব ক্যাম্ফার ২৬
হৃদয় ক ক্যাম্ফার ব ডকরেল ৬৮
মুশফিক অপরাজিত ৩৬
মিরাজ এলবিডব্লু ব ডকরেল ১৯
তাইজুল এলবিডব্লু ব লিটল ৯
শরিফুল অপরাজিত ৪
অতিরিক্ত (বা-১, লে বা-৩, নো-১, ও-৮) ১৩
মোট (৭ উইকেট, ৪৪.৩ ওভার) ৩২০
উইকেট পতন : ১/৯ (লিটন), ২/৪০ (তামিম), ৩/১০১ (সাকিব), ৪/২৩২ (শান্ত), ৫/২৫৭ (হৃদয়), ৬/২৮৬ (মিরাজ), ৭/৩০৯ (তাইজুল)।
আয়ারল্যান্ড বোলিং :
লিটল : ৯-০-৬৩-১ (ও-১),
অ্যাডায়ার : ৮.৩-১-৫২-১ (ও-৩, নো-১),
হিউম : ৬-০-৫৭-১ (ও-২),
ম্যাকব্রিন : ৭-০-৪৯-০,
ক্যাম্ফার : ৫-০-৩৭-২ (ও-১),
ডকরেল : ৯-০-৫৮-২ (ও-১)।
ফল : বাংলাদেশ ৩ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা : নাজমুল হোসেন শান্ত (বাংলাদেশ)।
সিরিজ : তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।