নরসিংদীর শিবপুরে কাভার্ড ভ্যানে তল্লাশী চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক

নরসিংদীর শিবপুরে কাভার্ড ভ্যানে তল্লাশী চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে ইটাখোলা হাইওয়ে পুলিশ। শনিবার দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের ইটাখোলা গোল চত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো বরিশালের বাকেরগন্জ ভাতশালা এলাকার নাঈম সর্দার (২৪) ও ঢাকার পল্লবী থানার আলন্দীর টেক এলাকার বিজয় মিয়া (২৫)।
আরও পড়ুন: জামায়াত নেতা মোহাম্মদ আলীসহ সকল ধর্ষকের বিচারের দাবিতে নবাবগঞ্জে বিক্ষোভ
ইটাখোলা হাইওয়ে পুলিশের পরিদর্শক নূর হায়দার তালুকদার এই তথ্য নিশ্চিত করেছেন।
হাইওয়ে পুলিশ জানায়, একটি মিনি কাভার্ড ভ্যান যোগে গাঁজার চালান ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা যাচ্ছে এমন গোপন তথ্য পায় হাইওয়ে পুলিশ। এই তথ্যের ভিত্তিতে ইটাখোলা হাইওয়ে পুলিশ পরিদর্শক নূর হায়দার তালুকদার, সার্জেন্ট শ্রীবাস চন্দ্র দাস ও সঙ্গীয় ফোর্স কাভার্ড ভ্যানটি আটক করে। এসময় কাভার্ডভ্যানটি ভিতরে তল্লাশি চালিয়ে ২২ টি প্যাকেটে ভর্তি ৬০ কেজি গাঁজা উদ্ধার ও ভ্যানটি জব্দ করা হয়। এঘটনায় শিবপুর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: কেন্দ্রীয় আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল আটক