কলাবাগানে স্ত্রীকে হত্যার পর লাশ ডিপ ফ্রিজে রাখার রহস্য জানা গেল

রাজধানীর কলাবাগানে ভয়াবহ এক হত্যাকাণ্ড ঘটেছে। গৃহবধূ তাসলিমা আক্তার (৪২)-কে হত্যা করে তার স্বামী নজরুল ইসলাম (৫২) লাশ ডিপ ফ্রিজে লুকিয়ে রাখেন। হত্যার পর পালিয়ে যাওয়া নজরুলকে শেষ পর্যন্ত গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
আরও পড়ুন: জামায়াত নেতা মোহাম্মদ আলীসহ সকল ধর্ষকের বিচারের দাবিতে নবাবগঞ্জে বিক্ষোভ
পুলিশ জানায়, সোমবার রাতে রাজধানীর কলাবাগানের ১ম লেনের ২৪ নম্বর বাসার ৬/বি ফ্ল্যাট থেকে তাসলিমার মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, রোববার রাতে তাকে হত্যা করা হয়।
তদন্তে জানা গেছে, হত্যার পর নজরুল লাশ বিছানার চাদরে মুড়ে ডিপ ফ্রিজে লুকিয়ে রাখেন এবং ফ্ল্যাটে চারটি তালা মেরে আত্মগোপনে চলে যান।
আরও পড়ুন: কেন্দ্রীয় আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল আটক
পরবর্তীতে ফ্ল্যাটের শয়নকক্ষের দেওয়ালে রক্তের দাগ দেখে সন্দেহ হয় পুলিশের, পরে ফ্রিজের ভেতর থেকে তাসলিমার লাশ উদ্ধার করা হয়।
সুরতহাল প্রতিবেদনে বলা হয়েছে, নিহত তাসলিমার মাথা, কপাল ও মুখে ধারালো অস্ত্রের একাধিক কোপ রয়েছে।
ডান চোখের ওপর ১১ ইঞ্চি দীর্ঘ আঘাতের দাগ এবং মাথার দুই পাশে গভীর ক্ষত পাওয়া গেছে।
পুলিশ ধারণা করছে, বাচ্চারা পাশের ঘরে ঘুমিয়ে থাকার সময়ই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।
কলাবাগান থানার ওসি ফজলে আশিক বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে পারিবারিক দ্বন্দ্ব ও পরকীয়ার সন্দেহ থেকেই হত্যাকাণ্ড ঘটেছে। নজরুল প্রায়ই স্ত্রীকে সন্দেহ করতেন এবং গৃহবন্দি করে রাখতেন।
স্বজনদের দাবি, তাসলিমাকে হত্যা করা হয়েছে পরকীয়ার সন্দেহ ও বাবার সম্পত্তির লোভে।
গত ২১ সেপ্টেম্বর নজরুল শ্বশুরবাড়িতে গিয়ে তাসলিমার নামে উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পত্তি নিজের নামে লিখে দেওয়ার জন্য চাপ দেন। কিন্তু পরিবার রাজি না হওয়ায় তিনি ক্ষুব্ধ হয়ে ঢাকায় ফিরে আসেন।
তাসলিমা-নজরুল দম্পতির তিন মেয়ে রয়েছে—বয়স যথাক্রমে ১৯, ১৬ ও ৫ বছর।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ১২ অক্টোবর রাতে নজরুল ও তাসলিমা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে মেয়ে দরজায় নক করলে নজরুল বলেন, তোমার মা অন্য পুরুষের সঙ্গে চলে গেছে।
এরপর তিনি দুই মেয়েকে নানাবাড়িতে পাঠানোর পরিকল্পনা করে নিজে আত্মগোপনে চলে যান।
ওসি ফজলে আশিক বলেন, নজরুলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে হত্যার বিস্তারিত উদ্দেশ্য ও পরিকল্পনা উদ্ঘাটনের চেষ্টা চলছে।