ঈদ উপলক্ষ্যে পুঁজিবাজার ৫ দিনের ছুটিতে

বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ন, ২৫ জুন ২০২৩ | আপডেট: ১:১৫ অপরাহ্ন, ২৫ জুন ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশন (বিএসইসি) সূত্রে জানা গেছে, ঈদ ও সাপ্তাহিক ছুটি উপলক্ষ্যে ৫ দিন পুঁজিবাজার বন্ধ থাকবে।  ২৭ জুন (মঙ্গলবার) থেকে ১ জুলাই (শনিবার) পর্যন্ত মোট পাঁচদিন পুঁজিবাজার বন্ধ থাকবে। এই পাঁচদিন পুঁজিবাজারে লেনদেন ও অফিসিয়াল কার্যক্রম হবে না। তবে ২ জুলাই (রবিবার) থেকে যথারীতি পুঁজিবাজার এবং পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে অফিসিয়াল এবং লেনদেন কার্যক্রম অব্যাহত থাকবে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশন (বিএসইসি) সূত্রে বিষয়টি জানা গেছে।

আরও পড়ুন: শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করল বিএসইসি

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, ঈদ ও সাপ্তাহিক ছুটির কারণে মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত পুঁজিবাজারের লেনদেন কার্যক্রম বন্ধ থাকবে।

বিএসইসির তথ‍্য মতে, সরকারি ঘোষণা অনুসারে ২৭ জুন থেকে ৩০ জুন ঈদ উপলক্ষ্যে সাধারণ ছুটি এবং এরপর ১ জুলাই সাপ্তাহিক ছুটি হওয়ার কারণে পুঁজিবাজারের অফিসিয়াল ও লেনদেন কার্যক্রম বন্ধ থাকবে।

আরও পড়ুন: আবারও কমলো সোনার দাম

এদিকে ঈদ উপলক্ষ্যে দেশের সব আর্থিক প্রতিষ্ঠানও ৫ দিন বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত ২ জুন বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।

এতে বলা হয়, আগামী ২৭ জুন মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষিত হওয়ায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ২৭, ২৮, ২৯ ও ৩০ জুন রোজ মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শুক্রবার (৪ দিন) বাংলাদেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর পরদিন শনিবার (১ জুলাই) সাপ্তাহিক ছুটি থাকায় ওইদিনও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩-এর ১৮ (ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ জারি করা হয়েছে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক।