জ্বালানি তেলের দাম অপরিবর্তিত, আগস্টের জন্য নতুন প্রজ্ঞাপন জারি

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ন, ৩১ জুলাই ২০২৫ | আপডেট: ৯:১১ অপরাহ্ন, ১৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আগস্ট মাসের জন্য ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের মূল্য ওঠানামার সাথে সামঞ্জস্য রেখে দেশের বাজারে 'স্বয়ংক্রিয় প্রাইসিং ফর্মুলা' অনুযায়ী মূল্য নির্ধারণ করা হয়েছে। এতে করে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেল তুলনামূলকভাবে সাশ্রয়ী দামে সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে উল্লেখ করা হয়।

আরও পড়ুন: প্রথম ১০ দিনে অনলাইনে ই-রিটার্ন দাখিল করলেন ৯৬ হাজারের বেশি করদাতা

সিদ্ধান্ত অনুযায়ী, সিদ্ধান্ত অনুযায়ী, আগস্ট মাসে ডিজেল প্রতি লিটার ১০২ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১২২ টাকা এবং পেট্রোল ১১৮ টাকায় বিক্রি হবে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ভবিষ্যতেও প্রতি মাসে আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে মূল্য সমন্বয়ের এই প্রক্রিয়া চলমান থাকবে।

আরও পড়ুন: পাম অয়েলের দাম লিটারে কমলো ১৯ টাকা