আলী জহির আশরাফ অ্যান্ড কো., চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ন, ০৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ৩:০৭ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আলী জহির আশরাফ অ্যান্ড কো., চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস সম্প্রতি তাদের বাংলা মোটর অফিসে এক পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধীনে প্রশিক্ষণ সম্পন্ন করা ও আংশিকভাবে যোগ্যতাসম্পন্ন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজিং পার্টনার মো. মোহাম্মদ আলী, এফসিএ, এবং পার্টনারবৃন্দ শেখ আশাফুজ্জামান, এফসিএ, জহিরুল কাইউম, এফসিএ, ও শাহজাহান আলী, এফসিএ।

আরও পড়ুন: চলতি অক্টোবরের ১১ দিনে প্রবাসী রেমিট্যান্স ৯৯ কোটি ডলার ছাড়াল

ম্যানেজিং পার্টনার সফল শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এবং পেশাগত জীবনে সততা, নিষ্ঠা ও মনোযোগ ধরে রাখার আহ্বান জানান।

প্রতিষ্ঠানটি বিশ্বাস করে যে, তাদের সকল শিক্ষার্থী অচিরেই পূর্ণাঙ্গ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে যোগ্যতা অর্জন করবে এবং পেশাগত উৎকর্ষ, নৈতিকতা ও নেতৃত্বের মান ধরে রাখবে—যা আলী জহির আশরাফ অ্যান্ড কো.-এর দীর্ঘদিনের ঐতিহ্য ও প্রতিশ্রুতির প্রতিফলন।

আরও পড়ুন: বিশ্ববাজারে তেলের দাম নিয়ে সুখবর