পঞ্চমবারের মতো ব্যর্থ বাজেট বিল, যুক্তরাষ্ট্রে শাটডাউন অব্যাহত

টানা পঞ্চমবারের মতো যুক্তরাষ্ট্রের সিনেটে বাজেট বিল পাসে ব্যর্থ হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ফলে দেশটিতে চলমান সরকার অচলাবস্থা বা শাটডাউন আরও দীর্ঘায়িত হয়েছে।
বাজেট বিল পাসের জন্য সিনেটে ন্যূনতম ৬০ ভোট প্রয়োজন ছিল। তবে সর্বশেষ ভোটেও ট্রাম্প সরকারের বিল পর্যাপ্ত সমর্থন পায়নি।
আরও পড়ুন: অর্থনীতিতে নোবেল পেলেন যে তিন জন
ভোটাভুটির আগে প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, বাজেট বিল ব্যর্থ হলে সরকারি খাতে আরও গণছাঁটাই হতে পারে। পাঁচ দিন আগে শুরু হওয়া শাটডাউনের পর থেকেই কয়েক হাজার সরকারি কর্মচারীকে বাধ্যতামূলক অবৈতনিক ছুটি কিংবা বেতন ছাড়া কাজ করতে হচ্ছে।
ট্রাম্পের রিপাবলিকান প্রশাসন ও সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্র্যাটিক দলের মধ্যে দ্বন্দ্বই বাজেট পাসে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। ডেমোক্র্যাটরা তাদের স্বাস্থ্যনীতি (হেলথ কেয়ার) বাস্তবায়নের জন্য বাজেটে বরাদ্দ দাবি করছে, কিন্তু রিপাবলিকানরা সেটিতে ভেটো দিচ্ছে। এ কারণেই ডেমোক্র্যাট সিনেটররা সরকার পরিচালনার বাজেট অনুমোদন থেকে বিরত রয়েছেন।
আরও পড়ুন: গাজায় আটক আরও ১৩ জিম্মিকে রেডক্রসের হাতে তুলে দিল হামাস
তবে সাম্প্রতিক এক সামাজিকমাধ্যম পোস্টে ট্রাম্প আপসের ইঙ্গিত দিয়েছেন। ট্রুথ সোশ্যাল-এ তিনি লেখেন, “আমি ডেমোক্র্যাটদের ব্যর্থ স্বাস্থ্যনীতি বা অন্য যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত। কিন্তু প্রথমে আমাদের সরকারকে সচল করতে হবে—আজ রাতেই সেটি করতে হবে।”
নতুন করে প্রস্তাবিত বাজেট বিল থেকে ডেমোক্র্যাটদের স্বাস্থ্যনীতির বহু অংশ বাদ দেওয়া হয়েছে। এতে স্বল্প আয়ের আমেরিকানদের ওপর নেতিবাচক প্রভাব পড়বে বলে অভিযোগ করেছে তারা।
ডেমোক্র্যাট সিনেটররা দাবি করছেন, স্বাস্থ্যখাতে কাটা বরাদ্দ পুনর্বহাল করতে হবে এবং স্বল্প আয়ের নাগরিকদের জন্য হেলথ ইন্সুরেন্সের ভর্তুকি যেন বন্ধ না হয়, সেটিও নিশ্চিত করতে হবে।
সূত্র: বিবিসি