সেন্ট্রাল ইউনিভার্সিটির খসড়া সংশোধন না হলে আন্দোলনের হুঁশিয়ারি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:১১ অপরাহ্ন, ১২ অক্টোবর ২০২৫ | আপডেট: ৩:১১ অপরাহ্ন, ১২ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা কলেজের ঐতিহ্য ও স্বকীয়তা রক্ষায় গঠিত ‘ঢাকা কলেজ ঐতিহ্য ও স্বকীয়তা সংরক্ষণ রক্ষা কমিটি’ সেন্ট্রাল ইউনিভার্সিটির বিতর্কিত খসড়া সংশোধনের দাবি জানিয়েছে। সংগঠনটি বলেছে, খসড়া পরিবর্তন না হলে কঠোর আন্দোলনে নামবে তারা।

রোববার (১২ অক্টোবর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন কমিটির আহ্বায়ক ও ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।

আরও পড়ুন: শিক্ষা ভবনের সামনে প্রস্তুত জলকামান ও সাঁজোয়া যান

তিনি বলেন, হাইব্রিড পদ্ধতিতে নয়, বরং অক্সফোর্ড বা ফেডারেল মডেল অনুসরণে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠন করা যেতে পারে। তবে সাত কলেজের স্বাতন্ত্র্য ও ঐতিহ্য বজায় রাখতে হবে।

সপু আরও বলেন, প্রস্তাবিত খসড়ায় সাত কলেজের নিজস্ব স্বকীয়তা নষ্ট হবে, বিশেষ করে ইডেন ও বদরুন্নেসা কলেজের নারী শিক্ষার সুযোগ সীমিত হয়ে পড়বে। তাই ১৬ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

আরও পড়ুন: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা

তিনি জানান, ঐতিহ্যবাহী সাত কলেজের ইতিহাস-ঐতিহ্য ও স্বাতন্ত্র্য রক্ষায় সংগঠনটি ১০ দফা প্রস্তাবনা দিয়েছে।

কমিটির ১০ দফা প্রস্তাবনার মধ্যে উল্লেখযোগ্য

১️. ঢাকা কলেজের ঐতিহ্য ও স্বাতন্ত্র্য যেকোনো মূল্যে সংরক্ষণ করতে হবে।

২️. কলেজের জমি অন্য কোনো প্রতিষ্ঠানের নামে হস্তান্তর করা যাবে না।

৩️. শিক্ষাকে বাণিজ্যিকীকরণের উদ্দেশ্যে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না।

৪️. অক্সফোর্ড বা ফেডারেল মডেল অনুসরণে নিয়ন্ত্রণকারী বিশ্ববিদ্যালয় গঠন করা যেতে পারে।

৫️. উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের স্বার্থ অগ্রাধিকার দিতে হবে।

৬️. সেশনজটমুক্ত শিক্ষা, সময়মতো পরীক্ষা ও ফলাফল প্রকাশ নিশ্চিত করতে হবে।

৭️. শিক্ষকসংখ্যা বাড়িয়ে শিক্ষক-ছাত্র অনুপাত যৌক্তিক করতে হবে।

৮️. মেধাবৃত্তি, আবাসন, খাদ্যে ভর্তুকি ও শিক্ষাঋণ সুবিধা বৃদ্ধি করতে হবে।

৯️. সংশ্লিষ্ট পক্ষের মতামতের ভিত্তিতে বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে হবে।

১০.  হাইব্রিড শিক্ষা কাঠামো পরীক্ষার উপকরণে ঐতিহ্যবাহী কলেজগুলোকে পরিণত করা যাবে না।

সংবাদ সম্মেলনে বিএনপির সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, বিএনপির যুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, চট্টগ্রাম বিভাগ বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন, ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস জাকির হোসেন, এস. এ. এইচ. এম. জাভেদ, আলী আহমদ আলী, চৌধুরী হাসান জামান মিন্টু, ও মাজহারুল সোহাগসহ প্রাক্তন ছাত্রনেতারা উপস্থিত ছিলেন।