ডিসেম্বরেও রেমিট্যান্সের ঢল, ২৭ দিনে এলো ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা
দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে ঢল নেমেছে। অর্থনৈতিক পরিস্থিতি পরিবর্তনের পর থেকে রেমিট্যান্স প্রবাহ টানা বৃদ্ধি পাচ্ছে। চলতি মাসে উল্লেখযোগ্য হারে রেমিট্যান্স আসছে দেশে।
ডিসেম্বরের প্রথম ২৭ দিনে প্রবাসীরা ২৭৫ কোটি মার্কিন ডলার পাঠিয়েছেন, যা দেশীয় মুদ্রায় ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)।
আরও পড়ুন: স্বর্ণের দাম ভরিতে কমল আড়াই হাজার টাকা
রোববার (২৮ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
ব্যাংক সংশ্লিষ্টরা মনে করছেন, এই ধারায় রেমিট্যান্স আসা অব্যাহত থাকলে ডিসেম্বর মাস শেষে প্রবাসী আয় ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে, যা দেশের বৈদেশিক মুদ্রার বাজারে শক্তিশালী ভিত্তি গড়ে তুলবে।
আরও পড়ুন: আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়াল এনবিআর
বাংলাদেশ ব্যাংকের তথ্যে বলা হয়, চলতি মাসের ১ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ২৭৫ কোটি ২০ লাখ ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ২৪০ কোটি ৮০ লাখ ডলার। এর ফলে প্রবাসী আয় বেড়েছে ১৪.৩ শতাংশ।
এর আগে গত নভেম্বরেও দেশে চলতি অর্থবছরের সর্বোচ্চ ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার প্রবাসী আয় এসেছে। অক্টোবর ও সেপ্টেম্বর মাসে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। এছাড়া জুলাই ও আগস্টে যথাক্রমে ২৪৭ কোটি ৮০ লাখ এবং ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ১,৫৭৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ১,৩৫৪ কোটি ডলার। ফলে প্রায় ১৬.৬ শতাংশ প্রবাসী আয় বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, হুন্ডি প্রতিরোধে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগ, প্রণোদনা এবং ব্যাংকিং চ্যানেলের উন্নতি প্রবাসী আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও স্বস্তি বজায় রয়েছে।





