অনার্সের ২০ জুলাইয়ের পরীক্ষা স্থগিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১ সালের অনার্স ৪র্থ বর্ষের অনুষ্ঠিতব্য ২০ জুলাইয়ের বি এ এবং বি এস এস বিভাগের পরীক্ষা স্থগিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। স্থগিত হওয়া পরীক্ষাটি আগামী ২ আগস্ট অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: শিবির কর্মী-চাকসু নেতা বোরহানের শহীদ হাদীকে জড়িয়ে ছাত্রদল নিয়ে মিথ্যাচার
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১ সালের অনার্স ৪র্থ বর্ষের অনুষ্ঠিতব্য আগামী ২০ জুলাই বি এ এবং বি এস এস বিভাগের পরীক্ষা অনিবার্যকারণ বশত স্থগিত করা হয়েছে।
এই পরীক্ষা আগামী ২ আগস্ট অনুষ্ঠিত হবে। এর আগে ১০ জুন প্রকাশিত সময়সূচি অনুযায়ী বাকি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: জকসু নির্বাচন: ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ২১ দফা ইশতেহার ঘোষণা





