ইউনিভার্সেল মেডিকেল কলেজের ৯ম ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ ও ৩য় ব্যাচের ইন্টার্নশীপ সমাপনী অনুষ্ঠিত
রাজধানীর মহাখালস্থঃ রাওয়া কনভেনশন সেন্টারের হল-৩ এ আজ শনিবার ( ১১ই নভেম্বর ) ইউনিভার্সেল মেডিকেল কলেজ এর এমবিবিএস ৯ম ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ ও ৩য় ব্যাচের শিক্ষার্থীদের ইন্টার্নশীপ সমাপনী ও ও ৪র্থ ব্যাচের ইন্টার্নশীপ ওরিয়েন্টেশন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ইউনিভার্সেল মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ উত্তম কুমার পাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আবদুল মান্নান, সাবেক সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
আরও পড়ুন: হাদীর স্মরণে ঢাবিতে শুরু হচ্ছে ‘শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা ২০২৬’
প্রধান অতিথি মো. আবদুল মান্নান নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, 'চিকিৎসকগণ দেশের প্রথম সারির নাগরিক, তাই শিক্ষার্থীদের নিজেদের পড়াশোনার পাশাপাশি আচার-ব্যবহার এর দিকে বিশেষ লক্ষ্য রাখতে হবে। সেই সাথে ইন্টার্নশীপ সম্পন্ন করে বের হওয়া শিক্ষার্থীদের মাধ্যমে সমগ্র দেশের জনগণ মান সম্মত চিকিৎসা সেবা পাবে বলে আমার বিশ্বাস। তিনি ইউনিভার্সেল মেডিকেল কলেজের মেডিকেল শিক্ষার গুণগত মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডীন ডাঃ শাহরিয়ার নবী শাকিল, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আশীষ কুমার চক্রবর্ত্তী এবং সার্জারী বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব:) অধ্যাপক ডাঃ মোঃ তানভীরুল ইসলাম। ইন্টার্ন চিকিৎসকদের শপথ বাক্য পাঠ করান ইউনিভার্সেল মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ ফজলুল করিম। নবীন বরণ ও ইন্টার্নশীপ সম্পন্ন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীরা নিজেদের অনুভূতি প্রকাশ করেন। এরপর শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরন ও ৩য় ব্যাচের ৩জন সেরা ইন্টার্ন চিকিৎসককে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বে মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রী, সংগীত শিল্পী পৃথ্বী ও ব্যান্ডদল শুভযাত্রা (ডি রকস্টার শুভ) সংগীত পরিবেশন করেন।
আরও পড়ুন: হাজী আ. লতিফ ভুইয়া বিশ্ববিদ্যালয় কলেজে নবীন বরণ ও পুরস্কার বিতরণী





