প্রায় ৮ লাখ আসন খালি সম্ভাবনা
পছন্দের কলেজে ভর্তি হতে এবার তদবির দৌড়ঝাপ

এসএসসিতে জিপিএ-৫ পেয়ে এবার পছন্দের কলেজে ভর্তি হতে তদবিরর দৌড়ঝাপ করছে শিক্ষার্থীরা। ফলাফল ভালো না হওয়ায় এবার কলেজ পর্যায়ে একাদশ শ্রেণীতে প্রায় ৮ লাখ আসন খালি থাকার সম্ভাবনা দেখা দিয়েছে। তবুও পছন্দের কলেজে ভর্তি হতে শিক্ষার্থী অভিভাবকরা উদ্বিগ্ন।
গত রোববার (১২ মে) এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সব শিক্ষা বোর্ড মিলিয়ে এবার এসএসসিতে মোট অংশগ্রহণকারী পরীক্ষার্থী ছিল ২০ লাখ ১৩ হাজার ৫৯৭ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর নিয়মিত যুদ্ধ শুরু হয় একাদশ শ্রেণিতে ভর্তি নিয়ে। কিন্তু ভর্তির এই মরসুমেও দেখা যাবে কিছু কলেজে ভর্তির জন্য তীব্র প্রতিযোগিতা, আবার অন্যদিকে অনেক কলেজে আসন খালি থাকবে। দেশের সকল কলেজে একাদশ শ্রেণিতে মোট আসন রয়েছে প্রায় ২৫ লাখ। হিসাব করে দেখা যাচ্ছে যে, আসন খালি থাকবে প্রায় ৮ লাখ।
আরও পড়ুন: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যমুনা সেতু অবরোধ
বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) তথ্য বলছে, সারা দেশে একাদশ শ্রেণিতে আসন রয়েছে ২৫ লাখ। এর মধ্যে রাজধানীতেই রয়েছে ৫ লাখের বেশি। এবার মাধ্যমিকে ১১টি বোর্ড মিলে পাস করেছে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন।
শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা বলছেন, এসএসসিতে পাস করা সবাই একাদশ শ্রেণিতে ভর্তি হলেও ৮ লাখের বেশি আসন ফাঁকা থাকবে। তবে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের ভালো কয়েকটি কলেজে ভর্তিতে প্রতিযোগিতা হবে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রতিযোগিতা হবে রাজধানীর কয়েকটি কলেজে। এসব কলেজের মোট আসনের চেয়ে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেশি। যে কারণে অনেক শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েও পছন্দের কলেজে ভর্তি হতে পারবে না। জানা যায়, দেশে মানসম্পন্ন ও ভালো কলেজ হিসেবে বিবেচিত প্রতিষ্ঠানের সংখ্যা ২ শতাধিক। এতে আসন আছে ১ লাখের কাছাকাছি।
আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র নারী ভিপি মাহফুজা খানমের মৃত্যু
এসব কলেজেই শিক্ষার্থীদের ভর্তির আগ্রহ বেশি। মেধাবী শিক্ষার্থীদের আগ্রহ থাকে রাজধানীর দিকে। ঢাকায় মানসম্পন্ন কলেজের সংখ্যা ২৫ থেকে ৩০টি। এগুলো ভর্তিতে তীব্র প্রতিযোগিতা হয়। যদিও এসব কলেজের মধ্যে যাদের সঙ্গে স্কুল সংযুক্ত রয়েছে, তারা নিজস্ব শিক্ষার্থী আগে ভর্তি নেবে। এরপর বাকি আসনে বাইরের শিক্ষার্থী ভর্তি করবে। ফলে এসব কলেজে ভর্তির সুযোগ হারাবে ভালো ফল করা অনেক মেধাবী শিক্ষার্থী।
ঢাকার শীর্ষ কলেজগুলোয় বরাবরের মতো ভর্তির লড়াইটা বেশি। নটর ডেম কলেজ ছাড়াও ছাত্রদের পছন্দের শীর্ষে রয়েছে সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ ইত্যাদি। ছাত্রীদের পছন্দের তালিকায় ওপরের সারিতে হলিক্রস কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজ ইত্যাদি। এ ছাড়া ছাত্রছাত্রীদের আগ্রহের তালিকায় রয়েছে রাজউক উত্তরা মডেল কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা কলেজ, বিএএফ শাহীন কলেজ, বাংলাদেশ নেভি কলেজ, ঢাকা সিটি কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজ, ঢাকা কমার্স কলেজ, শহীদ পুলিশ স্মৃতি কলেজ, ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ইত্যাদি। এসব কলেজে আসন রয়েছে ৩৫ হাজারের কাছাকাছি। সে কারণে প্রতিযোগিতাও বেশি হবে।
এদিকে আগামী ২৬ মে থেকে একাদশে ভর্তির আবেদন শুরু হবে বলে জানা গেছে, যা শেষ হওয়ার সম্ভাব্য সময় ১১ জুন। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার কালবেলাকে বলেন, এবার একাদশ শ্রেণিতে ১৬ লাখ ৭২ হাজার শিক্ষার্থী পাস করেছে। কলেজে আসন রয়েছে ২৫ লাখ। সে কারণে শিক্ষার্থীদের ভর্তিতে আসন সংকট হবে না। ৮ লাখের বেশি আসন ফাঁকা থাকবে। আবার আসন সংকট না থাকলেও ভালো কলেজগুলোয় শিক্ষার্থীদের ভর্তিতে প্রতিযোগিতা হবে। তিনি বলেন, আগামী ২৬ মে থেকে কলেজে ভর্তির আবেদন শুরু হবে। দুয়েকদিনের মধ্যেই একাদশে ভর্তির নীতিমালা জারি হবে।