আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ
“২য় ন্যাশনাল মেডি কার্নিভাল, কালচারাল, আর্ট ও ফটোগ্রাফি ফেস্ট-২০২৫” অনুষ্ঠিত

ঢাকা সেনানিবাসে অবস্থিত আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে আজ শুক্রবার (২২ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে “2nd National Medi Carnival, Cultural, Art and Photography Fest-2025”। কলেজের কার্নিভাল ক্লাবের উদ্যোগে আয়োজিত এ উৎসবে অংশ নেয় দেশের ৩৫টির অধিক স্বনামধন্য মেডিকেল কলেজের চার শতাধিক শিক্ষার্থী।
জাঁকজমকপূর্ণ এ আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের প্রখ্যাত চিকিৎসক প্রফেসর ডা. মেহজাবীন হক, ডা. লিয়াকত হোসেন, প্রফেসর ডা. লুৎফুল আজিজ, প্রফেসর ডা. ফারহানা দেওয়ান এবং আর্মড ফোর্সেসের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা মেজর জেনারেল (অব.) লিজা চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফি ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) দীপক কুমার পাল চৌধুরী।
আরও পড়ুন: চাকসুতে পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে জনপ্রিয়তার শীর্ষে জাবেদ
কার্নিভালে অংশ নেওয়া শিক্ষার্থীরা অংশ নেয় একাধিক ব্যতিক্রমী ও সৃজনশীল প্রতিযোগিতায়, যার মধ্যে ছিল ‘ডক্টরস’ ডিলেমা (কুইজ), মেডি স্পেলিং, এনাটমিক্যাল ড্রইং, মেডিকেল ডায়াগনোসিস, ডিটেকটিভ ডক্টর, রাইট ইট রাইট এবং পোস্টার উপস্থাপন।
এএফএমসি ফটোগ্রাফি ক্লাব আয়োজন করে মনোমুগ্ধকর ফটোগ্রাফি এক্সিবিশন এবং এএফএমসি আর্ট ক্লাব আয়োজন করে চিত্রকলার প্রদর্শনী। পাশাপাশি, ল্যাংগুয়েজ অ্যান্ড ডিবেট ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় ইন্টার-মেডিকেল কবিতা ও বিতর্ক প্রতিযোগিতা। এসব প্রতিযোগিতার বিচারক হিসেবে ছিলেন দেশের খ্যাতনামা ফ্রিল্যান্স ফটোগ্রাফার এবং শিল্পীরা।
আরও পড়ুন: জুলাই পরবর্তী ছাত্ররাজনীতির মডেল ছাত্রশিবির : সাদিক কায়েম
কার্নিভালের শেষ পর্যায়ে দর্শকদের জন্য আয়োজন করা হয় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যা পরিচালনা করে এএফএমসি কালচারাল ও ড্রামা ক্লাব।
পুরো আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয় আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. মাসুদুল আলম মজুমদার, বিএসপি, এফসিপিএস-এর সার্বিক তত্ত্বাবধান এবং কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের ঐকান্তিক পরিশ্রমে।
“তারুণ্যের জয়ধ্বনি-২০২৫” প্রতিপাদ্যকে সামনে রেখে এই আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্ব ও সহমর্মিতার এক অনন্য উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।