একাদশে ভর্তির চূড়ান্ত কার্যক্রম শুরু, ফি ও সময়সূচি জানুন

চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির চূড়ান্ত কার্যক্রম শুরু হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এই প্রক্রিয়া চলবে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। শনিবার (৬ সেপ্টেম্বর) একাদশ শ্রেণি ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব শিক্ষার্থী ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন এবং নিশ্চায়ন করেছেন, তাদেরকে নির্ধারিত কলেজে গিয়ে ভর্তি ফি জমা দিয়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে। নির্বাচিত শিক্ষার্থীরা নিজেদের নির্বাচন বা মাইগ্রেশনের ফলাফলের পিডিএফ কপি ওয়েবসাইটে লগইন করে ডাউনলোড করতে পারবেন। এ কপি সঙ্গে নিয়ে কলেজে গিয়ে ফি প্রদান করলে ভর্তি কার্যক্রম শেষ হবে।
আরও পড়ুন: ডাকসু নির্বাচনে এবার সাইবার হামলা!
আগামী ১৫ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির নিয়মিত ক্লাস শুরু হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ভর্তি ফি কাঠামো
আরও পড়ুন: রাত পোহালেই ডাকসু: ভোট দেবেন যেভাবে
ভর্তি নীতিমালা অনুযায়ী, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি ফি এমপিওভুক্ত ও নন-এমপিওভুক্ত প্রতিষ্ঠানে আলাদা করা হয়েছে।
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান:
ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ও ইংরেজি ভার্সন: ৫,০০০ টাকা। মেট্রোপলিটন (ঢাকা ছাড়া) বাংলা ও ইংরেজি ভার্সন: ৩,০০০ টাকা। জেলা: ২,০০০ টাকা। উপজেলা ও মফস্বল: ১,৫০০ টাকা
নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান:
ঢাকা মেট্রোপলিটন বাংলা ভার্সন: ৭,৫০০ টাকা। ঢাকা মেট্রোপলিটন ইংরেজি ভার্সন: ৮,৫০০ টাকা। মেট্রোপলিটন (ঢাকা ছাড়া) বাংলা ভার্সন: ৫,০০০ টাকা। মেট্রোপলিটন (ঢাকা ছাড়া) ইংরেজি ভার্সন: ৬,০০০ টাকা। জেলা বাংলা ভার্সন: ৩,০০০ টাকা। জেলা ইংরেজি ভার্সন: ২,৫০০ টাকা। উপজেলা ও মফস্বল বাংলা ভার্সন: ২,৫০০ টাকা। উপজেলা ও মফস্বল ইংরেজি ভার্সন: ৩,০০০ টাকা।