জাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ন, ১১ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১২:৫২ অপরাহ্ন, ১১ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত।

ভোটগ্রহণ চলছে বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে স্থাপিত ২২৪টি বুথে। এর আগে বুধবার গভীর রাতে প্রতিটি হলে ব্যালট বাক্স পৌঁছে দেওয়া হয়।

আরও পড়ুন: মুলাদীতে শিবির নেতাদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ছাত্র শিবির

এদিকে ভোটকে ঘিরে পুরো ক্যাম্পাসে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচন নির্বিঘ্ন করতে ক্যাম্পাস ও আশপাশে মোতায়েন করা হয়েছে ১৫০০ পুলিশ, ৭ প্লাটুন বিজিবি এবং ৫ প্লাটুন আনসার।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে মীর মশরারফ হোসেন হল-সংলগ্ন গেট এবং প্রান্তিক গেট ছাড়া সব গেট ১০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১২ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকবে। পাশাপাশি ক্যাম্পাসের ভেতর ও সংলগ্ন এলাকার দোকানপাট ১১ সেপ্টেম্বর সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে আবাসিক হলের ক্যান্টিন ও দোকান খোলা থাকবে, যাতে শিক্ষার্থীরা প্রয়োজনীয় খাবার সংগ্রহ করতে পারেন।

আরও পড়ুন: অনিয়মের অভিযোগে ভোট বর্জন, পুনর্নির্বাচনের দাবি ৪ প্যানেলের

এ সময়ে বিশ্ববিদ্যালয়ে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুধুমাত্র শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং নির্বাচন কমিশনের অনুমোদিত স্টিকারযুক্ত গাড়ি প্রবেশ করতে পারবে।

এবারের জাকসু নির্বাচনে মোট ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৮ জন প্রার্থী। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।